মোনাকো ও মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই ধাক্কা খেল বার্সেলোনা। গোল করে রেকর্ড গড়লেও দলকে জেতাতে ব্যর্থ লামিনে ইয়ামাল। ১০ জনের বার্সাকে হারাল মোনাকো। আটকে গেল আর্সেনালও। আটালান্টার সঙ্গে গোলশূন্য ড্র গানারদের। অন্য ম্যাচে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পরেও জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। আরবি লিপজিগকে ২-১ গোলে হারাল দিয়েগো সিমিওনের দল।
লা লিগায় ছুটছে বার্সা। টানা ৫ ম্যাচ জিতে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকোকে পিছনে ফেলেছে কাতালান জায়েন্টরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হল না হ্যান্সি ফ্লিক ব্রিগেডের। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল বার্সা। ১০ মিনিটে মোনাকোর ফুটবলারকে বিপজ্জনকভাবে ফাউল করায় লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। এর মিনিট ছয়েকের মধ্যেই বার্সেলোনার রক্ষণ ফাঁকা পেয়ে মোনাকোকে এগিয়ে দেন ম্যাঘনেস আকলিউচে। পিছিয়ে পরেও দমে যায়নি বার্সা। ২৮ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করে স্প্যানিশ ক্লাবটিকে সমতায় ফেরান ইয়ামাল। এটিই চ্যাম্পিয়ন্স লিগে তাঁর প্রথম গোল। এই গোলের সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসাবে গোলের রেকর্ডও করলেন বছর ১৭-র স্প্যানিশ ফুটবলার। এই তালিকায় শীর্ষে রয়েছে আনসু ফাতির নাম। বার্সেলোনার জার্সিতেই ১৭ বছর ৪০ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল করেছিলেন তিনি। ইয়ামাল গোলটি করলেন ১৭ বছর ৬৮ দিনে। এদিকে প্রথমার্ধে সমতা ধরে রাখলেও শেষরক্ষা হয়নি। ৭১ মিনিটে আরও একটি গোল হজম করে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। পুরো পয়েন্ট হাতছাড়া হলেও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজছেন কোচ ফ্লিক। তিনি বলেছেন, ‘গার্সিয়ার লাল কার্ডটাই ম্যাচের ছবিটা বদলে দিল। তবে তারপরও আমাদের প্লেয়াররা ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করেছে। ওদের লড়াইয়ে গর্বিত।’
অন্যদিকে, আটালান্টার মাঠে শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে ছিল আর্সেনাল। গানার্স ব্রিগেড দাপুটে ফুটবল খেললেও খুব একটা পিছিয়ে ছিল না ইউরোপা চ্যাম্পিয়ন আটালান্টাও। তবে সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণ জমাট করতে দুই দলই নিজেদের কিছুটা গুটিয়ে নেয়। ফলে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনও দলই। ৪৮ মিনিটে আটালান্টাকে পেনাল্টি উপহায় দেয় আর্সেনাল। তবে মাতেও রেতেগুইয়ের স্পটকিক রুখে দেন ডেভিড রায়া। শেষ কিছুক্ষণ আবার দুই দল আগ্রাসী ফুটবল খেললেও গোলের দরজা খোলেনি।
ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ হারাল লিপজিগকে। চতুর্থ মিনিটে পিছিয়ে পড়েছিল সিমিওনের দল। লিপজিগকে লিড এনে দেন বেঞ্জামিন সেসকো। ২৮ মিনিটে গোল করে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান আতোয়ঁা গ্রিজম্যান। এরপর ৯০ মিনিটে নাটকীয় গোলে ৩ পয়েন্ট ঘরে তোলে তাঁরা। গ্রিজম্যানের ক্রস হেডে জালে জড়ান হোসে মারিয়া জিমেনেজ।
একনজরে চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল
মোনাকো ২-১ বার্সেলোনা
আটালান্টা ০-০ আর্সেনাল
অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ আরবি লিপজিগ
ব্রেস্ত ২-১ এসকে স্টার্ম গ্রাজ
ফেনুর্দ ০-৪ বেয়ার লেভারকুসেন
রেড স্টার বেলগ্রেড ১-২ বেনফিকা