Wednesday, September 11, 2024
HomeখেলাধুলাChampions Trophy | নির্বাচকের প্রস্তাবে অবাক শোয়েব, মোদি চাইলে ভারত ঠিক আসবে...

Champions Trophy | নির্বাচকের প্রস্তাবে অবাক শোয়েব, মোদি চাইলে ভারত ঠিক আসবে : বাসিত

লাহোর: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে ভারত কি খেলবে? প্রশ্নটা ঘিরে গত কয়েক মাস ধরে উথালপাতাল ক্রিকেট বিশ্ব। এখনও পর্যন্ত পাকিস্তানে দল না পাঠানোর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনড় অবস্থানে টুর্নামেন্ট ঘিরেই অচলাবস্থা তৈরি হয়েছে।

বাসিত আলি মনে করেন, চলতি এই অনিশ্চয়তা একজনই কাটাতে পারেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন পাক ব্যাটারের দাবি, মোদি চাইলে মুমকিন হ্যায়। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাকিস্তানে খেলতে পাঠাতে দ্বিধা করবে না বিসিসিআই। মূল কথা ভারতীয় প্রধানমন্ত্রী কী চাইছেন।

নিজের ইউটিউব চ্যানেলে বাস্তবকে স্বীকার করে নিয়ে বাসিত বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপরই পুরো বিষয়টি নির্ভর করছে। উনি যদি রাজি থাকেন, তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে খেলতে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। নাহলে বল আইসিসি-র কোর্টে। সেক্ষেত্রে কোনও সিদ্ধান্তে নেওয়া জয় শা-র পক্ষে সহজ হবে না।’

আরেক প্রাক্তন পাক তারকা দানিশ কানেরিয়া যদিও সাফ জানাচ্ছেন, পাকিস্তানে আসাই উচিত নয় ভারতের। পাকিস্তান ভারতীয় ক্রিকেটারদের জন্য নিরাপদ নয়। তাই পাকিস্তানে দল পাঠানো ঠিক হবে না। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিতরা তাঁদের ম্যাচগুলি খেলুক দুবাইয়ে।

এদিকে পাকিস্তান দলের নির্বাচক কমিটির প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ শোয়েব মালিককের। জানান, ২০২৪ টি২০ বিশ্বকাপের আগে পিসিবির তরফে তাঁকে নির্বাচক কমিটিতে থাকার প্রস্তাব দেওয়া হয়। যদিও তা ফিরিয়ে দেন। যে প্রসঙ্গে শোয়েব বলেছেন, ‘তখনও আমি ক্রিকেট থেকে অবসর নিইনি। খেলার সঙ্গে নির্বাচকের দায়িত্ব! যাদের সঙ্গে খেলছি, তাদেরকে নির্বাচিত করব, এটা হয় নাকি।’
জাতীয় দলে ফেরার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটে আরও কিছুদিন খেলতে চান শোয়েব। বলেছেন, ‘আগেও বলেছি, পাকিস্তানের হয়ে আর খেলতে আগ্রহী নই। টেস্ট ওডিআই থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছি। টি২০ পাক দলেও প্রত্যাবর্তনের কথা ভাবছি না। তবে আরও কিছুদিন ঘরোয়া পর্যায়ে খেলতে চাই। চাই খেলার পাশাপাশি নতুনদের সঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নিতে।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Varun Dhawan | শোকের ছায়া মালাইকার পরিবারে, কিন্তু কোন বিষয়ে বেজায় চটলেন বরুণ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া নেমে এসেছে মালাইকা অরোরার (Malaika Arora) পরিবারে। বুধবার সকালে ছয়তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর...

Birupaksha Biswas | ডাক্তারিতে ভর্তির আশ্বাস দিয়ে ৮ লক্ষ টাকা আদায়! নয়া কীর্তি ফাঁস...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরজি কর কাণ্ডে 'সাসপেন্ড' হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরও এক অভিযোগ এ বার প্রকাশ্যে এল। অভিযোগ, চার বছর আগে...

Junior Doctors’ Movement | আন্দোলনে ‘রাজনীতি’ দেখছেন চন্দ্রিমা, পত্রপাঠ খারিজ জুনিয়র ডাক্তারদের

0
শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকরা রাজনৈতিক ভাবে প্রভাবিত হচ্ছেন। এদিন নবান্নে মুখ্যসচিব ও ডিজিকে পাশে বসিয়ে এই অভিযোগ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী...

Changrabandha | ট্রাক ধর্মঘটের জের, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে রপ্তানি বাণিজ্য

0
চ্যাংরাবান্ধা: সাত দফা দাবিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন (Federation Of West Bengal...

Asansol | জাল লাইসেন্স দেখিয়ে বেসরকারি সংস্থায় গান ম্যানের চাকরি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫

0
কুলটিঃ আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেখিয়ে একটি বেসরকারি সংস্থায় গান ম্যানের কাজ নিয়েছিলেন জনা কয়েক যুবক। সম্প্রতি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ...

Most Popular