চ্যাংরাবান্ধা: ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসকে সফল করার ডাক দিয়ে মহামিছিল হল চ্যাংরাবান্ধায়। মিছিলের পর এক সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার ডাক দিলেন কোচবিহার জেলা তৃণমূলের নেত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। চ্যাংরাবান্ধা ভিআইপি মোড় থেকে সুবিশাল মিছিল এশিয়ান হাইওয়ে বরাবর মেখলিগঞ্জ ব্লক অফিস এলাকা পরিক্রমা করে চ্যাংরাবান্ধা বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে পথসভায় কোচবিহার জেলা তৃণমূল নেত্রী অঙ্কিতা অধিকারী বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মমতা ব্যানার্জি সকলের কথা ভাবেন। আজকের মিছিলে লোকজনের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করেছে মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এখন সামনের লক্ষ্য ২০২৬-এর নির্বাচন।’
মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী ২১ জুলাইয়ের প্রাক্কালে এই মহামিছিলের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে কার্যত তুলোধোনা করেন। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় বারবার নানা বাধার সম্মুখীন হতে হয়, আজ পর্যন্ত চ্যাংরাবান্ধা বাজার শ্মশান ঘাটের কাজটুকুও করা যায়নি বিজিবির বাধায়। সেখানে কোথায় মোদি সরকারের পদক্ষেপ? বারংবার সীমান্ত এলাকার মানুষজন অত্যাচারিত হন কোথায় সুরক্ষা? বাংলাদেশের দুষ্কৃতীরা সীমান্তের কৃষকদের তুলে নিয়ে যায় তারপরেও নীরব থাকে কেন্দ্রীয় সরকার। কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিরা নিশ্চিন্তে চলে গেল, কোথায় আমাদের পর্যটকদের নিরাপত্তা? এর জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।’