চ্যাংরাবান্ধা: মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পুড়িয়ে মিছিল করে বাংলাদেশে (Bangladesh) হিন্দু সম্প্রদায়ের উপর হিংসার প্রতিবাদ জানালেন ভারত-বাংলাদেশের সীমান্ত শহর চ্যাংরাবান্ধার (Changrabandha) বাসিন্দারা। সোমবার স্থানীয় সনাতনী ঐক্য মঞ্চের তরফে প্রায় হাজার দেড়েক লোকের সুবিশাল মিছিল নবনির্মিত হনুমান মন্দির থেকে শুরু হয়ে এশিয়ান হাইওয়ে অতিক্রম করে চ্যাংরাবান্ধা বাজার পরিক্রমা শেষে সার্ক রোড বরাবর পৌঁছায় চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক সীমান্তের গেটে। সেখানে বেশ কিছুক্ষণ জমায়েত করেন মিছিলকারীরা। পোড়ানো হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কুশপুতুল।
মিছিলকারীদের জমায়েত থেকে জোরালো কন্ঠে তিনদিনের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি তোলা হয়। না হলে চ্যারাবান্ধা সীমান্ত (Changrabandha Border) দিয়ে বৈদেশিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিনের মিছিল ঘিরে মেখলিগঞ্জ পুলিশের (Mekhliganj Police) তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সীমান্তে বিএসএফও (BSF) তৎপর ছিল কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে।