চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা (Changrabandha) বাইপাস এলাকায় বাংলাদেশের (Bangladesh) খাদ্যসামগ্রী মজুত রাখার একটি গোডাউনে মঙ্গলবার সকালে বড় অগ্নিকাণ্ড ঘটল। পুড়ে ছাই হয়ে যায় জুস-বিস্কুট সহ নানা ধরনের খাদ্যসামগ্রী।
গোডাউনের শ্রমিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকালে এসে ভেতরে আগুন দেখতে পান। খবর পেয়ে মেখলিগঞ্জ (Mekhliganj) থেকে দমকল এসে আগুন নেভায়। ঘটনাস্থলে উপস্থিত হন মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, বিডিও অরিন্দম মণ্ডল। বিডিও জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গোডাউনের কর্তৃপক্ষের পক্ষ থেকে সঞ্জয় চৌরাশিয়া জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।