চ্যাংরাবান্ধা: অবশেষে চেনা ছন্দে ফিরল চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দর। শনিবার থেকে টানা দুই দিন বন্ধ থাকার পর সোমবার চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য শুরু হল। বন্দর জুড়ে এদিন ট্রাকের লাইন, গাড়ির চালকদের হই-হট্টগোল, পুলিশি ও বিএসএফের জোরদার নিরাপত্তার চেনা ছবি চোখে পড়েছে।
জানা গিয়েছে, বাংলাদেশ কাস্টমস-এর সঙ্গে সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ সমস্যার কারণে বাংলাদেশ কাস্টমস পেন ডাউন করায় শনিবার থেকে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এমনকি রবিবার দিন বাংলাদেশে আটকে থাকা ভারতীয় চালকরা, এদেশে চলে এসেছিলেন পণ্যবাহী গাড়ি বাংলাদেশের পানামায় রেখে। এদিন তারাও বাংলাদেশে ফিরেছেন। এ বিষয়ে চ্যাংরাবান্ধা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ বলেন, “রবিবার আমাদের যে ১১ জন গাড়িচালক বাংলাদেশে গাড়ি রেখে ফিরে এসেছিলেন ভারতবর্ষে, তাঁরা প্রত্যেকে দিন বাংলাদেশে ফিরেছেন।”
এদিন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশ ৭৬ গাড়ি পণ্য রপ্তানি করা হয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতে ৯ গাড়ি পণ্য আমদানি করা হয়েছে। ভুটান বাংলাদেশে রপ্তানি করেছে ২১৪ গাড়ি পণ্য এবং বাংলাদেশ থেকে আমদানি করেছে ৭ গাড়ি পণ্য। সোমবার এই প্রসঙ্গে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক শান্তু ঘোষ বলেন, ‘সমস্যা তো আমাদের দিকে কোনওরূপ কিছু ছিল না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেই দেশের কাস্টমসের বনিবনা না হওয়ায় তাদের আভ্যন্তরীণ গোলোযোগ তৈরি হয়েছিল। এ কারণেই বাংলাদেশের কাস্টমস পেন ডাউন করেছিলেন। ফলে আমদানি ও রপ্তানি দুই ব্যবসাই বন্ধ হয়ে যায়। এদিন বাংলাদেশ পেনডাউন তুলে নেওয়ায় পুনরায় বাণিজ্য শুরু হয়েছে।’