Saturday, October 5, 2024
Homeউত্তরবঙ্গChangrabandha | চেয়ারপার্সন দুর্নীতিগ্রস্ত! অপসারণের দাবিতে সমবায় অফিসে ঝুলল তালা

Changrabandha | চেয়ারপার্সন দুর্নীতিগ্রস্ত! অপসারণের দাবিতে সমবায় অফিসে ঝুলল তালা

চ্যাংরাবান্ধাঃ সমবায় গোষ্ঠীর দুটি সংসদের চেয়ারপার্সন ও বোর্ড মেম্বারদের একাংশ দুর্নীতিগ্রস্ত। তাঁদের অপসারণের দাবিতে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সংঘ সমবায়ের অফিসে তালা ঝোলালেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। শুক্রবার দুপুরে সমবায়ের অফিসে জমায়েত হন ৬ ও ১১ নম্বর সংসদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সেখানে দুর্নীতিগ্রস্তদের অপসারণের দাবিতে তাঁরা সোচ্চার হন।

গত অগাস্ট মাসে বোর্ড মেম্বাররা চেয়ারপার্সন ফিরদৌসি খাতুনকে বদলে নতুন চেয়ারপার্সন তমিনা খাতুনকে নিযুক্ত করেন। তখন থেকেই ঝামেলার সূত্রপাত। সেই সময় অফিস বেশ কিছুদিন তালাবন্ধ ছিল। পরবর্তীতে মেখলিগঞ্জ থানায় অভিযোগ জানিয়ে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে অফিসে ঢোকেন সংঘ সমবায়ের বোর্ড সদস্যরা। এদিন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ফের তালা ঝুলিয়ে দেন সমবায়ের অফিসে। এই খবর পাওয়া মাত্রই সমবায়ের অফিসে হাজির হয় মেখলিগঞ্জ থানার পুলিশ। তাদের শত অনুরোধ উপেক্ষা করে তালা খোলেননি আন্দোলনকারীরা।

এই প্রসঙ্গে ১১ নম্বর সংসদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য জ্যোৎস্না খাতুনের অভিযোগ, “বোর্ডের চেয়ারপার্সন তমিনা খাতুন দুর্নীতি পরায়ন। বিগত বহুদিন থেকেই তার দুর্নীতি সহ্য করে আসছি। তাকে অপসারণ করে  রুমি বেগমকে বোর্ডের চেয়ারপার্সন করা হোক। এজন্য বিডিওর কাছেও দাবি জানিয়েছি। আমাদের দাবি না মানা অবধি অফিসে তালা ঝুলবে।”

৬ নম্বর সংসদের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সালেমা খাতুনের বক্তব্য, “আমাদের বোর্ড মেম্বার অনিমা রায় নানা ভাবে দুর্নীতি করেছেন তার বদলে বোর্ড মেম্বার হিসাবে কল্পনা রায়কে নেওয়া না হলে আমাদের আন্দোলন চলবে।”

এই নিয়ে সংঘের কো-অর্ডিনেটর সাহেনা খাতুন বলেন,”এদিন দুটি সংসদ এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এসে আমায় অফিস ছেড়ে বেরিয়ে যেতে বলেন। আমি বলি অফিসের সময় কোথাও যাব না। তখন তারা বলেন তারমানে আপনিও জড়িত এই দুর্নীতি সঙ্গে। কেউ কিছু বলতেই পারে। কিন্তু আসল সত্য সকলেই জানে। আমি অফিসের কর্মচারী। বোর্ড মেম্বাররা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।”

সংঘের সম্পাদক বানু বেগমের মন্তব্য, “আমাদের এখানে মোট ১৪টি সংসদের স্বনির্ভর গোষ্ঠীর লোকজন আছে। দুইটি সংসদের জন্য বাকি বারোটার কাজ কর্ম বন্ধ থাকতে পারে না। আমরা এই নিয়ে মেখলিগঞ্জ থানার দারস্থ হব। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ১১ নম্বর সংসদের চেয়ারপার্সন তমিনা খাতুন জানান, তিনি কোনও  দুর্নীতিতেই যুক্ত নন। সবটাই প্রাক্তন চেয়ারপার্সন ফিরদৌসি খাতুন এর প্ররোচনায় হচ্ছে।

এই নিয়ে মেখলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল বলেন,”স্বনির্ভর গোষ্ঠীর বোর্ড মেম্বার বদল নির্বাচনের মাধ্যক্মে হয়ে থাকে। আমার হাতে কিছু নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  তবে সংঘের অফিসে তালা দেওয়া একদম ঠিক হয়নি।”

যদিও সমবায়ের অফিসে তালা মারার বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি মেখলিগঞ্জ থানার। ওসি মণিভূষণ সরকার বলেন,”অভিযোগ পেলে আমরা তদন্ত শুরু করব।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

T20 World cup | ব্যাটে-বলে ব্যর্থ ভারত, টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হারল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই হেরে গেল ভারত। শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত মহিলাদের টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরেছে ভারত। হারের...

Pune | প্রেমিককে গাছে বেঁধে তরুণীকে গণধর্ষণ পুণেতে! গ্রেপ্তার এক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন বছর একুশের তরুণী। সুন্দর সময় কাটাচ্ছিলেন প্রেমিক যুগল। কিন্তু আচমকাই সেখানে উপস্থিত হয় তিন দুষ্কৃতী। সেই...

Salil Ankola | ভারতের প্রাক্তন ক্রিকেটারের মায়ের রহস্যমৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সলিল আঙ্কোলার মায়ের। শুক্রবার দেহটি উদ্ধার হয় পুনের প্রভাত রোডে নিজের বাড়িতে। মৃতের...

R G Kar case | একাকিত্বে ভুগছেন সঞ্জয়! জেলের সাধারণ ওয়ার্ডে রাখার আবেদন আইনজীবীর...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একাকিত্বে ভুগছেন আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলের একটি পৃথক সেলে। আর জি...

Agra | ‘মেয়ে মধুচক্রে ধরা পড়েছে’, ভুয়ো ফোন পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৫৮ বছর বয়সি মালতি বর্মা, আগ্রার এক সরকারি স্কুলে পড়াতেন। সম্প্রতি তাঁর হোয়াটসঅ্যাপে একটি কল আসে। ফোনের অপরপ্রান্তে থাকা ব্যাক্তি...

Most Popular