শিলিগুড়ি: ফুটপাথ দখলমুক্ত করতে এসে বাধার মুখে পড়লেন পুরকর্মীরা। বুধবার শিলিগুড়ির (Siliguri) জলপাই মোড়ে উচ্ছেদ অভিযানে আসেন পুরনিগমের কর্মীরা। সেই সময় তাতে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা রীতিমতো আর্থমুভার আটকে সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন (Traders Protest)। বিনা নোটিশে ফুটপাথে কোনও ভাঙচুর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, ফুটপাথের দখল করা অংশটি ছেড়ে দেওয়ার পরও তাঁদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। এদিন এই বিক্ষোভ যোগ দিয়েছেন বৃহত্তর শিলিগুড়ি খুচরো ব্যবসায়ী সমিতির সদস্যরাও। বিনা নোটিশে ফুটপাতে কোনও ভাঙচুর করা যাবে না। আলোচনার মাধ্যমে সবকিছু করতে হবে বলে দাবি ব্যবসায়ীদের।
এদিকে, বিক্ষোভ চলাকালীন এদিন সেখান দিয়ে যাচ্ছিলেন মেয়র গৌতম দেব (Goutam Deb)। সেই সময় পুলিশকে তিনি কড়া বার্তা দেন। বলেন, ‘পুলিশের উপস্থিতিতে সমস্ত অবৈধ নির্মাণ ভেঙে দিতে হবে।’
সম্প্রতি নবান্নে ফুটপাথ ও রাস্তা দখল করে অবৈধভাবে দোকান তৈরি করা হকারদের উচ্ছেদ (Hawker Eviction Drive) করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নির্দেশের পরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। রাজ্যজুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদের বিরুদ্ধে পথে নামেন ব্যবসায়ীরাও।