Breaking News

নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার হাজরায়, আটক ৪০

কলকাতা: নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে ধুন্ধুমারকাণ্ড। বৃহস্পতিবার সকালে প্রতিবাদ আন্দোলন ঘিরে প্রথমে সল্টলেকের এসএসসি দপ্তর আচার্য সদন এবং দুপুরে দক্ষিণ কলকাতার হাজরা মোড় উত্তপ্ত হয়ে ওঠে। ধস্তাধস্তি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে পুলিশ এবং আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিন ২০১৬ সালের উচ্চ প্রাথমিকে (আপার প্রাইমারি) নিয়োগের চাকরিপ্রার্থীরা করুণাময়ী এলাকায় আচার্য সদনের গেটের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে। পুলিশ তাতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‌্যাফও। পুলিশি ঘেরাটোপ পেরিয়ে চাকরিপ্রার্থীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশের। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের গায়ে হাত তোলা হয়।

এরপর আন্দোলনকারীরা হাজরা মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের পরিকল্পনা ছিল, হাজরায় জমায়েত হয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাবেন। কিন্তু তাঁদের একাংশ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামার পরই তাঁদের অনেককে পুলিশ আটক করে বলে অভিযোগ। গরম এবং বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। মেট্রোর ভিতরে ঢুকেও বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে। পুলিশ সূত্রের খবর, বেআইনিভাবে জমায়েত এবং বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে হাজরা মোড় এবং সংলগ্ন অঞ্চল থেকে ৪০ জনকে আটক করেছে কালীঘাট এবং ভবানীপুর থানার পুলিশ।

প্রসঙ্গত, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তির পর ২০১৫ সালে পরীক্ষায় বসেছিলেন চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে ইন্টারভিউয়ের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া হয়। অভিযোগ, ১৪,৩৩৯ শূন্যপদ থাকলেও তাঁরা চাকরি পাননি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনও প্যানেল গঠন করা হয়নি। চাকরিপ্রার্থীদের দাবি, অবিলম্বে প্যানেল প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হোক।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

কোম্পানি দায়ী নহে, তাহলে দায়ী কে?

  আশিস ঘোষ  ‘মালের দায়িত্ব কোম্পানির নহে।’ ছোটবেলা থেকে বাসের ভিতরে লেখা দেখতাম। সঙ্গে সতর্কবাণী, ‘মাল…

15 mins ago

coal smuggling case | কয়লা পাচার মামলা: সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার, শর্তসাপেক্ষে পেলেন জামিন

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন কয়লা পাচার মামলার মূল…

55 mins ago

স্বপ্নের নাম হতে পারে তেঁতুলিয়া করিডর

  অমিত দে উত্তরবঙ্গে প্রতিবার লোকসভা ভোটের মুখে যেসব নির্বাচনি ইস্যু ভেসে আসে তার অন্যতম…

1 hour ago

Gourd Farming | ৭ ফুট লম্বা লাউ চাষ করে তাক লাগালেন তুফানগঞ্জের রূপম

তুফানগঞ্জ: লম্বায় ৭-৮ ফুট। উত্তরপ্রদেশে এই লাউয়ের চাষ হয়ে থাকে বলেই জানা যায়। এবার উত্তরবঙ্গের…

1 hour ago

দেশের নির্বাচন আর একতরফা নয়

  উত্তম সেনগুপ্ত ভোটের মাঝপথে এসে দুটো ট্রেন্ড স্পষ্ট। প্রথমত, এটি আর একটা ঘোড়ার দৌড়…

1 hour ago

বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ গোসানিমারিতে

সিতাই: বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা…

2 hours ago

This website uses cookies.