কিশনগঞ্জ: জমি কেনার নামে নিজেরই আত্মীয়কে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম মিসবাহউদ্দিন (৪০)। একটি বেসরকারি হাসপাতাল ও ফার্মাসিস্ট কলেজের ডিরেক্টর পদে রয়েছেন তিনি। অভিযোগ, তাঁকে তার ভায়রাভাই উত্তর দিনাজপুরের বাসিন্দা সইদুর রহমান জমি কেনার জন্য ২০ ডিসেম্বর ২০১৬ থেকে ১০ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত দুই কিস্তিতে ৩০ লক্ষ টাকা দেন। কিছু টাকা দুবাই থেকে ব্যাংক মারফত ১৫ লক্ষ টাকা পাঠানো হয়। পরে বাকি টাকা নগদে দেন তিনি। কিন্তু জমি না মেলায় পরে টাকা চাইতে গেলে মিসবাহউদ্দিন তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে কিশনগঞ্জ সদর থানায় প্রতারণা, সাইবার ক্রাইম ও আইপিসির বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। যদিও পুলিশ প্রথমে এই অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর কিশনগঞ্জের সিজেএম আদালতের নির্দেশে ১৩ মে সদর থানায় এই মামলা গ্রহণ করা হয়। সইদুর জানিয়েছে, মাঝেমধ্যে কিছু গুন্ডা প্রকৃতির লোক ওনাকে নানাভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। যদিও এ প্রসঙ্গে অভিযুক্ত মিসবাহউদ্দিনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার।
জমি কিনতে নিজের আত্মীয়কে ৩০ লক্ষ টাকা দিয়ে প্রতারিত! তদন্তে পুলিশ
RELATED ARTICLES