কোচবিহার: ইউটিউব(Youtube) চ্যানেল তৈরি করে তা দিয়ে রোজগারের টোপ দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন দুই যুবক। গোপন সূত্রে সেই খবর জানতে পেরে বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা থানা এলাকার গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের দড়িয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে সেখানে একটি অবৈধ কল সেন্টারের পর্দা ফাঁস করা হয়। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল রাজেশ রায় ও সুজন মণ্ডল। তারা ওই এলাকারই বাসিন্দা। তাদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ ও কয়েকটি সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার তাদের চবিহার আদালতে পেশ করা হলে আদালত পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, এই প্রতারণার ছক দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছে। প্রতারিতদের মধ্যে এক ব্যক্তি সাইবার ক্রাইমে(Cyber Crime) একটি অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কোচবিহারের(Cooch Behar) পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।’