রায়গঞ্জ: প্রায় ৩০ ঘণ্টা ম্যারাথন জেরার পর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অফিস ছেড়ে বেরিয়ে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে অফিস থেকে বেশকিছু নথি নিয়ে যান তাঁরা। এদিকে আয়কর দপ্তরের কর্তারা বেরিয়ে যেতেই উল্লাসে ফেটে পড়েন বিধায়কের অনুগামীরা। বৃহস্পতিবার সকাল থেকে বহু তৃণমূল কর্মী-সমর্থক বিধায়কের অফিসের সামনে ভিড় করেন। বিধায়ককে সঙ্গে নিয়ে রায়গঞ্জ শহরে মিছিল করেন তাঁরা।
গতকাল সকালে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। শুধু তাঁর বাড়ি নয়, অফিস, ফ্যাক্টরি, শপিংমল, কার্যালয়ে চলে তল্লাশি। এমনকি হিসাবরক্ষক, ম্যানেজার, ব্যবসার অংশীদারদের বাড়িতেও তল্লাশি চলে। রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। এদিন ভোর ৪টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা বিধায়ককে বাড়ি থেকে তাঁর বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিসে নিয়ে আসেন। সেখানে দুপুর ২টা পর্যন্ত চলে জেরা। বিধায়কের অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত আয়কর দপ্তরের আধিকারিকরা অফিস ছেড়ে চলে যেতেই কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
বিধায়ক বলেন, ‘আমার বিরুদ্ধে বিজেপি যতই ষড়যন্ত্র করুক কোনও লাভ হবে না। আমার সাদা জামায় কেউ কালি লাগাতে পারবে না। সাধারণ মানুষ যেভাবে আমার পাশে থেকেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’