উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৫ উইকেটে লখনউকে হারিয়ে দিল চেন্নাই। এদিন প্রথমে ব্যাট করে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৬৬/৭ তোলে লখনউ। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করে পন্থ। ২৩ বলে ৩০ রান করেন মিচেল মার্শ। লখনউয়ের আর কোনও ব্যাটসম্যান তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি এদিন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে তাঁরা।
জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের রাচীন রবীন্দ্র ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলে আউট হন। ১৯ বলে ২৭ রান করেন অপর ওপেনার রাশিদ। খেলার শেষের দিকে ১১ বলে ২৬ রানের ইনিংস খেলেন ধোনি। তাঁকে যোগ্য সঙ্গত করলেন শিবম দুবে। ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই।