Thursday, April 25, 2024
HomeBreaking Newsশেষ বলে রুদ্ধশ্বাস জয়, আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস

শেষ বলে রুদ্ধশ্বাস জয়, আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস

নিউজ ব্যুরো: পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস। সোমবার গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিএসকে। শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্স ৪ উইকেটে ২১৪ রানের বড় স্কোর খাড়া করে।

জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের স্কোর যখন ৩ বলে চার, সেই সময় বৃষ্টি নামে। যার জেরে খেলা থমকে যায়। রাত ১২.১০ নাগাদ ফের ম্যাচ শুরু হয়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সিএসকের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে। একেবারে শেষ বলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন ধোনিরা। জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল তাঁদের। পঞ্চম বলে ছয় মারেন স্যর জাদেজা। শেষ বলে দরকার ছিল চার রান। চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান তিনি। তার আগে ওপেনার ডেভন কনওয়ে ২৫ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১৬ বলে ২৬ রান করেন রুতুরাজ গায়কোয়াড়। ১৩ বলে ২৭ করেন আজিঙ্কা রাহানে। এনিয়ে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হল সিএসকে।

অন্যদিকে, প্রথমে ব্যাট করতে নেমে টাইটান্সের শুরুটা দুর্দান্ত করেছিলেন শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। ওপেনিং জুটিতে ওঠে ৬৭ রান। ধোনির স্ট্যাম্পিংয়ে গিল (২০ বলে ৩৯) আউট হলে খেলা ধরে নেন ঋদ্ধি ও সাই সুদর্শন। ৩৯ বলে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঋদ্ধি। ৫টি চার ও ১টি ছয় দিয়ে ইনিংস সাজান তিনি। গিল আউট হওয়ার পর যে চাপ তৈরি হয়েছিল, পাপালির ব্যাটে তা কাটিয়ে ওঠে দল। দীপক চাহারের বলে ক্যাপ্টেন কুলের হাতে ক্যাচ দিয়ে ঋদ্ধি প্যাভিলিয়নে ফিরলে মাঠে নামেন গুজরাট অধিনায়ক হার্দিক।

তিনি ও সাই সুদর্শনের ব্যাটিংয়ে বড় স্কোর খাড়া করে গুজরাট। ৪৭ বলে ৯৬ করে আউট হন সুদর্শন। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছয়। ১২ বলে ২১ রানে অপরাজিত থাকেন হার্দিক। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে টাইটান্স। যদিও বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে। কনওয়ে-জাদেজাদের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ বলে সেই লক্ষ্যে পৌঁছে যায় সিএসকে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sukanta Majumdar | ‘তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায় করুন’, নিদান সুকান্তর

0
বালুরঘাট: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) পেরোলে তৃণমূল (TMC) থাকবে না। যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁরা ভোটের আগে তৃণমূল নেতাদের কাছে যান...

GTA Teacher Recruitment Case | পাহাড়ের নিয়োগ মামলায় নয়া তথ্য CBI-র হাতে, দ্রুত রিপোর্ট...

0
শিলিগুড়ি: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনেস্ট্রেশন (জিটিএ) এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যে বেশ কিছু তথ্য...

Alipurduar | বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন শৌর্যদীপ

0
আলিপুরদুয়ার: প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা, খনিজ তেল সহ অন্য জ্বালানির ভাণ্ডার। বিশ্বজুড়েই চলছে বিকল্প জ্বালানির খোঁজ। বিভিন্ন দেশের গবেষকরা এজন্য গবেষণা...

জল সেচের জন্য গুনতে হচ্ছে ঘন্টাপ্রতি টাকা, তীব্র গরমে মাথায় হাত চাষিদের

0
ফালাকাটা ও সোনাপুর: প্রখর রোদ দেখে বুধবার সকালেই ঝিঙেখেতে হাজির বংশীধরপুরের চাষি উত্তমকুমার দাস। দেখলেন, মাটি শুকিয়ে গিয়েছে। দু’দিন আগেই জল দিয়েছিলেন। কিন্তু বৃষ্টি...

Fake news | আবারও ভুয়ো খবর! হাতিয়ার সেই উত্তরবঙ্গ সংবাদ

0
শিলিগুড়ি: ফের নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে উত্তরবঙ্গ সংবাদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতাকে হাতিয়ার করে ফায়দা লোটার চেষ্টা। ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের আগেও...

Most Popular