উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার শপথ নেবেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী। কে বসবেন রাজধানীর কুর্সিতে? তা জানার অপেক্ষায় প্রহর গুনছেন তামাম দিল্লিবাসী (Delhi)। তবে মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে না এলেও, বুধবার দুপুর থেকে রাজধানীতে শুরু হয়ে গেছে আমন্ত্রণপত্র বিলি করার কাজ। ইতিমধ্যেই দিল্লির মুখ্যসচিবের পক্ষ থেকে বিলি হচ্ছে আমন্ত্রণপত্র। তবে মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নাম নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বিজেপিতে। এদিন দুপুরে মুখ্যসচিবের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রামলীলা ময়দানে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। উপরাজ্যপাল ভিকে সক্সেনা মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
আমন্ত্রণপত্র বিলি হতেই একটা প্রশ্নই রাজধানীর আনাচে-কানাচে ঘুরছে, কে বসবেন দিল্লির সিংহাসনে। গেরুয়া শিবির সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টায় পরিষদীয় দলের বৈঠকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী এবং বাকি মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। তবে এই মুহূর্তে বেশ কয়েকটি নাম আলোচনার শীর্ষে রয়েছে। সবার প্রথমে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে হারানো জাঠ নেতা প্রবেশ বর্মা এবং মহিলাদের মধ্যে বণিক সমাজের প্রতিনিধি রেখা গুপ্তের নাম। এছাড়াও বাঁশুরি স্বরাজ, বিজেন্দ্র গুপ্ত, সতীশ উপাধ্যায়, আশিস সুদের নাম নিয়েও চলছে জল্পনা। উল্লেখ্য, ২৭ বছর পর বিধানসভা নির্বাচনে (Assembly Election 2025) দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি (BJP)। এবার দিল্লিবাসীর দায়িত্ব কার কাঁধে তুলে দেয় মোদি-শা (Narendra Modi-Amit Shah) জুটি তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই।