Breaking News

সিকিমে মেঘভাঙা বৃষ্টির জের, পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিম্পংয়ে সেনা নামাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিউজ ব্যুরো: বাংলা-সিকিম সীমানার রংপোয় বিপর্যয় মোকাবিলায় সেনা নামাতে নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, গ্যাংটক, নামচি, মঙ্গন ও পাকইয়ং জেলায় আগামী ৮ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সিকিম সরকার।

সিকিমে বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লিখুভির-শ্বেতিঝোরার কাছে গ্যাংটক থেকে শিলিগুড়ির সঙ্গে সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। তিস্তায় জল কমলে দ্রুত মেরামতের কাজ করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণহানি রুখতে তিনি ডিএম ও এসপিদের সতর্ক থাকতে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার-এই ৪টি জেলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতিমধ্যেই স্থানীয়দের সরিয়ে নেওয়া শুরু করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জিটিএ চেয়ারম্যান অনিত থাপা সহ অন্য উচ্চ পদস্থ কর্তাদের পরিস্থিতির মোকাবিলায় দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে উত্তরবঙ্গে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে জলপাগুড়িতে ২, দার্জিলিং ১, কোচবিহারে ১টি দল রয়েছে। এনডিআরএফ ছাড়াও ৭টি এসডিআরএফ দল বর্তমানে এই ৩টি জেলায় মোতায়েন রয়েছে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা ব্লক লাগোয়া সিকিমের রংপো এলাকায় বেশ কিছু মানুষ বিপর্যয়ের মাঝে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

তিস্তা লাগোয়া এলাকা থেকে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। কালিম্পংয়ে ৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় ১২০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। দার্জিলিংয়ে ৩টি শিবিরে ৮১২ জনকে উদ্ধার করে রাখা হয়েছে। জলপাইগুড়িতে ১১ শিবির খোলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৪৮৭ জনকে। অন্যদিকে, কোচবিহার ত্রাণ শিবির খোলা হয়েছে ৮টি। মোট ১৩০২ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের তরফে পরিস্থিতির মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগ করা যেতে পারে-০৩৩-২২১৪৩৫২৬ এবং ১০৭০ নম্বরে। রাজ্য সরকারের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Weather Report | ফের রাজ্যে বাড়ছে তাপমাত্রা, উত্তরের ৫ জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা নেমেছিল কিছুটা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল…

43 mins ago

Mamata Banerjee | কপ্টার নামবে মমতার, মাঠ দিল না মন্ত্রীপুত্রের কলেজ, শোরগোল কাঁথিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যেই কলেজের মাথা মন্ত্রীপুত্র, সেই কলেজের মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার…

10 hours ago

Fire arms | ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়, গত দু’দিনে উদ্ধার তিনটি পিস্তল

দিনহাটা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার…

11 hours ago

Darjeeling | পর্যটকদের জন্য সুখবর! এবার এই নয়া রুটে বাসে করেই পৌঁছে যাবেন দার্জিলিং

শিলিগুড়ি: পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য পাহাড়ি শহর মিরিক। তবে এতদিন মিরিক পর্যন্ত বাস পরিষেবা থাকলেও…

11 hours ago

Theft Case | গভীর ঘুমে বাড়ির সদস্যরা, গয়না-টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

হেমতাবাদ: গভীর ঘুমে আচ্ছন্ন বাড়ির সদস্যরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কার্যত লুঠতরাজ (Theft case)…

12 hours ago

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গাছে ধাক্কা মারুতি ভ্যানের, মৃত ১, আহত ৬

কিশনগঞ্জঃ বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি।…

12 hours ago

This website uses cookies.