কলকাতা: শুক্রবার জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি দমন অভিযানে নেমে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫ ভারতীয় জওয়ানের। তাঁদের মধ্যে একজন ছিলেন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের। শহিদ সিদ্ধান্ত ছেত্রী (২৫)-র বাড়ি বিজনবাড়ির কিজম বস্তি এলাকায়। তিনি ২০১৯ সালের ৯ প্যারা কমান্ডো এবং পরে ২০২১ সালে প্যারা এসএফে ছিলেন। বিয়ের পর ১৪ এপ্রিল কাজে যোগ দিয়েছিলেন তিনি। দার্জিলিংয়ের সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ‘দার্জিলিং বিজনবাড়ির বাসিন্দা সেনা জওয়ান সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শুক্রবার জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় সিদ্ধান্ত সহ পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিদের খতম করতে আমাদের জওয়ানরা নিজেদেরে জীবনের বলিদান দিলেন। এই আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। আমি নিহত সেনা জওয়ানের পরিবারকে সমবেদনা জানাই।’ তাঁর মৃত্যুর খবর পৌঁছোতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
Deeply shocked to learn that our Siddhant Chetri, a 25 year young jawan from Bijanbari, Darjeeling, is among the five valiant soldiers of the Indian Army, who lost their lives during an encounter with the terrorists in a special operation at Rajouri in J&K yesterday. Our…
— Mamata Banerjee (@MamataOfficial) May 6, 2023
Northern Army Commander Lt Gen Upendra Dwivedi paid homage to Hav Neelam Singh, Nk Arvind Kumar, L/Nk RS Rawat, Ptr Pramod Negi & Ptr S Chettri who laid down their lives for the country during the Rajouri operation. pic.twitter.com/QWopbB2V8a
— ANI (@ANI) May 6, 2023
প্রসঙ্গত, গতকাল রাজৌরি সেক্টরে জঙ্গি দমন অভিযানে নেমে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ৫ সেনার। সেনা সূত্রে জানানো হয়, জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে কান্দি জঙ্গলে আশ্রয় নিয়েছে। এই খবর পেয়ে সেখানে সন্ত্রাসদমনে অভিযান চালানো হচ্ছিল। সেইসময় জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। জখম চারজনকে উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। একজন চিকিৎসাধীন রয়েছেন। এদিন সকাল থেকে ফের সেখানে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। এদিন ঘটনাস্থলে যান ভারতীয় সেনার নর্দান কমান্ডের লেফট্যান্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে উপস্থিত সেনা জওয়ানদের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি এদিন বারামুল্লায়ও অভিযান চলছে। এখনও পর্যন্ত একজন জঙ্গি নিকেশের খবর মিলেছে।