আসানসোল: তিনদিনের সফরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৭ থেকে ২৯ জুন ওই দুই জেলায় থাকবেন মুখ্যমন্ত্রী। ২৮ জুন আসানসোলে (Asansol) মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। সেদিন দুপুর ২’টার সময় আসানসোলের পোলো ময়দানে সেই সভা হবে। সেই সভার আগে দলীয় ও প্রশাসনিক স্তরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল পুরনিগমের টিম পোলো ময়দান পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিম-উল-হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, ‘মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন লোকসভা উপনির্বাচনে দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জেতানোর জন্য আসানসোলে এসে সভা করবেন।‘
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলা সফরের সূচি সম্পর্কে জানা গিয়েছে, তিনি ২৯ জুন দুর্গাপুরে দুই বর্ধমানের জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠক হবে দুর্গাপুরের সৃজনী হলে। এর আগে ২৭ জুন তিনি পূর্ব বর্ধমানে আরও একটি জনসভা করবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের শেষে পুরুলিয়া ও বাঁকুড়া সফরের সময় বলেছিলেন যে, আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে তিনি জুন মাসে আসানসোলে আসবেন।
আরও পড়ুন: Sovan – Baisakhi | নবান্নে হঠাৎ শোভন-বৈশাখী, তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা