উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল: বুধবার সকালে হুলুস্থুল কাণ্ড স্টেশন চত্বরে। চলন্ত ট্রেন থেকে উদ্ধার হল ব্যাগবন্দি শিশু। ছেলে ধরা সন্দেহে অভিযুক্তকে গণপিটুনি দিল ট্রেনে উপস্থিত বাকি মহিলারা। গোটা ঘটনায় নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়াল বিরাটি স্টেশনে।
জানা গেছে, দত্তপুকুর থেকে শিয়ালদাগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন এক মহিলা। হাতে ছিল একটি বাজারের ব্যাগ। শুরু থেকেই মহিলার ব্যাগ দেখে সন্দেহ হয় সহযাত্রীদের। ক্রমাগত নড়ছিল বাজারের ব্যাগটি। কৌতূহল বশত কয়েকজন মহিলা তাঁকে জিজ্ঞেস করেন ব্যাগে কি আছে? প্রথমে তিনি বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে ব্যাগ খুলে দেখাতে বাধ্য হন। ব্যাগ দেখতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় বাকি যাত্রীদের। তাঁরা দেখেন ব্যাগের মধ্যে একটি শিশু। অভিযুক্ত মহিলাকে ট্রেনের ভেতরেই গণপিটুনি দেন উপস্থিত মহিলারা। এরপর ট্রেনটি বিরাটি স্টেশনে পৌঁছতেই অভিযুক্ত মহিলাকে তুলে দেওয়া হয় জিআরপি-র হাতে। গোটা ঘটনায় শুরু হয়েছে তদন্ত।
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা থেকে ছেলেধরার খবর সামনে আসছিল। এদিনের ঘটনা সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে চাঞ্চল্য।