Top News

রাতারাতি তৃণমূলের দখলে চলে গেল শিশু বিকাশ কেন্দ্র, ক্ষুব্ধ খণ্ডঘোষের বাসিন্দারা

বর্ধমানঃ এ যেন ’জাদু’ বিদ্যাকেও হার মানিয়ে দেওয়ার মত ব্যাপার। যা ছিল শিশুবিকাশ কেন্দ্র তা রাতারাতি হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। আর এই ঘটনা নিয়েই শুক্রবার সকাল থেকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের লোদনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারিশালী গ্রামে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনার বিহিত চেয়ে গ্রামের বাসিন্দারা ই-মেল করে ব্লক প্রশাসন ও মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি  ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। পাশাপাশি তাঁরা আন্দোলনে নামারও প্রস্তুতি নিতে শুরু করেছেন বিরোধীরা।

শুক্রবার, বারিশালী গ্রামে পৌঁছে দেখা যায় চালার একটি বাড়িতে বড় বড় করে লেখা রয়েছে, ‘বারিশালী ২২ নং শিশুবিকাশ কেন্দ্র’। তার ঠিক নীচে আবার তৃণমূলের প্রতীক আঁকা রয়েছে। প্রতীকের মাথায় রঙ দিয়ে লেখা হয়েছে, ‘বারিশালী তৃণমূল কংগ্রেস কার্যালয়’। আর এ নিয়েই বেধেছে বিরোধ। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই বাড়িটি ছিল শিশুবিকাশ কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিছু দিন হল বারিশালী উচ্চ বিদ্যালয়ের পাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থানান্তর করা হয়। তার পর থেকে বাড়িটি ফাঁকাই পড়েছিল। হঠাৎ করে বুধবার সকালে ফাঁকা বাড়িটির দখল নেয় শাসক দল তৃণমূল। তারা পর রাতারাতি বাড়িটিকে তৃণমূল কার্যালয় বানিয়ে ফেলা হয়। বাড়িটির দেওয়ালেও তৃণমূল কংগ্রেসের প্রতীক এঁকে দিয়ে তার উপরে বারিশালী তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে লিখে দেওয়া হয়েছে। এমনকি ওই লেখার পাশে বুথ ১০২/১১৩ বলেও উল্লেখ করে দেওয়া হয়েছে। এলাকাবাসী দাবি করেছেন, ‘এতকাল শিশুশিক্ষা কেন্দ্র হিসাবে যে বাড়িটি ব্যবহৃত হয়েছে সেটি হয় প্রশাসন অন্য কোন জনকল্যাণ কর কাজে ব্যবহার করুক, নয়তো বাড়িটিকে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।

সেই কথাই প্রশাসনকে জানিয়েছেন বলে দাবি করেছেন গ্রামবাসীরা। মহকুমা শাসক (বর্ধমান দক্ষিণ) কৃষ্ণেন্দু মণ্ডল বলেন, “ই-মেলে পাঠানো চিঠি এখনও দেখিনি। ওই চিঠির বিষয়বস্তু দেখার পর পুলিশের পাশাপাশি  প্রশাসনিক ভাবেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকার প্রবীণ বাসিন্দা মনোরঞ্জন বটব্যাল জানান, বারিশালী গ্রামের বাসিন্দা জগবন্ধু রায় সিপিএমের দলীয় অফিস করার জন্যে ১৯৮৪ সালে জায়গাটি দান করেছিলেন। এর কিছুদিনের মধ্যেই সেখানে শিশুবিকাশ কেন্দ্র অর্থাৎ অঙ্গনওয়াড়ি তৈরির প্রস্তাব আসে। কিন্তু তখন শিশুবিকাশ কেন্দ্র গড়ার জন্য জায়গা না মেলায় জগবন্ধু বাবুর অনুমতিতে ওই জায়গার একাংশে ‘২২ নম্বর’ শিশু বিকাশ কেন্দ্র গড়ে ওঠে। সেই থেকে কিছুদিন আগে পর্যন্ত ওই বাড়িতেই শিশুবিকাশ কেন্দ্র চলে।

বাড়িটির প্রকৃত মালিক জগবন্ধু বাবু পাঁচ বছর আগে মারা গিয়েছেন। আর তিনি যাঁকে ওই জমিটি দিয়ে গিয়েছিলেন সেই সিপিএমের নেতা আলম সাহানাও পাঁচ মাস আগে মারা গিয়েছেন। প্রশাসনকে ই-মেলে পাঠানো চিঠিতে স্বাক্ষর থাকা জয়ন্ত মাঝি, আয়নাল মণ্ডল সহ ৫০ জন বাসিন্দার দাবি, বাড়িটি এখন কার্যত মালিকানাহীন। ওই বাড়িতে প্রতিদিন সন্ধেয় নাট্যচর্চার আসর বসে। সে জন্যে বাড়িটি যাতে কোনও রাজনৈতিক দলের হাতে না যায় তা দেখতে হবে প্রশাসনকে। বাড়িটিকে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা।

খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, “দখলদারি নীতিতে তৃণমূল বিশ্বাস করে না। সিপিএমের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরে আলোচনায় বসে এই বিষয়টি সমাধানের যথাযথ পথ বের করা হবে“। যদিও সিপিএমের জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষ বলেন,“ওই বাড়ি রাজনৈতিক দলের হাতে চলে গেলে এলাকার সাংস্কৃতিক প্রেমী মানুষরা সমস্যায় পড়বেন। তাই বাড়িটিকে যাতে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় সেটাই প্রশাসন দেখা উচিত”। আর জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, দখলের রাজনীতিতে তৃণমূল সিদ্ধহস্ত। তাই ভোটের সময় ছাপ্পা ভোট দেওয়ার জন্য বুথ দখল থেকে শুরু করে শিশুবিকাশ কেন্দ্র দখল, সবই তৃণমূলের রাজত্বে চলছেই“।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Bangladesh MP murder | সেপটিক ট্যাংক থেকে উদ্ধার পিস পিস করে কাটা বাংলাদেশের সাংসদের ৪ কেজি দেহাংশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কুচি কুচি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে।…

2 hours ago

ED Raid | ব্যাংক জালিয়াতি কাণ্ডে ইডির হানা বরাহনগরে, রাজনৈতিক যোগ খুঁজছে তৃণমূল-বিজেপি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফা নির্বাচন। আর নির্বাচনের…

2 hours ago

T-20 World Cup 2024 | বিশ্বকাপ শুরুর আগেই বিপত্তি, টর্নেডোয় লন্ডভন্ড ডালাসের স্টেডিয়াম, ভেঙে গেল টিভি স্ক্রিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (T-20 World Cup 2024) খারাপ আবহাওয়া ও ঝড়ের কারণে বাতিল করা…

3 hours ago

PM Narendra Modi Road Show in Kolkata | শেষ দফা নির্বাচনের আগে প্রচারে ঝড় তুললেন মোদি, করলেন রোড শো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের ৯টি আসনে শেষ দফার নির্বাচন (Lok Sabha…

4 hours ago

Hindu-Muslim harmony | সম্প্রীতির নিদর্শন পতিরামের বুড়ি কালীপুজো, হিন্দুদের পাশাপাশি শামিল হন মুসলিমরাও

পতিরামঃ প্রায় শতবর্ষ প্রাচীন কালীপুজোকে কেন্দ্র করে পতিরামে মেতে ওঠেন হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পাশাপাশি পুজোকে…

4 hours ago

Ambari High School (H.S) | বিভিন্ন অনুপ্রেরণামূলক বিষয়ে পড়ুয়াদের নিয়ে কর্মশালার আয়োজন আমবাড়ি হাইস্কুলে

ফাঁসিদেওয়া: অতিরিক্ত মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইসের আসক্তি কাটানো, সমাজের মধ্যে হীনমন্যতাবোধ কাটানো সহ বিভিন্ন…

4 hours ago

This website uses cookies.