ডিজিটাল ডেস্ক : আরও একবার ভারত চীন সীমান্তে তীব্র উত্তেজনা দেখা দিল। কার্যত পূর্ব লাদাখে ভারত-চীন সীমান্তের কাছে প্যাংগং লেকের ওপর ৪০০ মিটার দীর্ঘ সেতু তৈরি করছে চীন এবং এই সেতু প্রায় শেষের দিকে। আর এই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত এবং চীনের মধ্যে। সম্প্রতি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই তথ্য প্রকাশ পেয়েছে। কার্যত বলা হচ্ছে, চীন যদি প্যাংগং লেকের উপরেই সেতু তৈরি করে ফেলতে পারে, তাহলে লাদাখ সীমান্তে রুটোগের সঙ্গে চীনের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেতু। এবং চীনা সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি পাবার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে। যেখানে বর্তমানে রুটোগের চিনা ঘাঁটিতে পৌঁছতে গেলে ২০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করতে হয়, সেখানে এই সেতু নির্মাণ হয়ে গেলে দূরত্ব অনেকটাই কমে যাবে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সেতু নির্মাণ সম্পূর্ণরূপে বেআইনি। কার্যত যে এলাকায় সেতু নির্মাণ চলছে, সেই এলাকাগুলি জোর করে চীন দখল করেছে। আপাতত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের তৈরি এই সেতু আগামী দিনে ভারতের কাছে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তাই ভারত সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এবার, সেদিকেই থাকছে কড়া নজর।
বক্সিংয়ে আবার ভারতের সোনা, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা আনলেন নিখাত জারিন
ডিজিটাল ডেস্কঃ মেরি কমের পর আবার ভারতকে বক্সিংয়ে সোনা এনে দিলেন নিখাত জারিন। জানা গিয়েছে, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি...
Read more