নিউজ ব্যুরো: ভারত মহাসাগরে ডুবল চিনা মাছ ধরার নৌকা। নিখোঁজ ৩৯ জন। চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা নাগাদ ঘটনা ঘটে। ঘটনার সময় নৌকাতে ১৭ জন চিনা নাগরিক, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপিন্সের পাঁচজন ছিলেন।
চিনা প্রশাসন বিষয়টির ওপর নজর রাখছে। খোদ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানোর জন্য প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, চিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মাছ ধরার নৌকাটি যান্ত্রিক কোনও ত্রুটির কারণে ডুবেছে, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া নৌকা পরিচালক কোম্পানির কর্মকর্তাদেরও তলব করা হয়েছে।
এদিকে, বুধবার তল্লাশির কাজে অন্য জাহাজ নামানো হয়েছে। এমনকি বিমান দিয়েও তল্লাশি অভিযান চলছে বলে সংবাদ সংস্থা এপি জানিয়েছে। যদিও নিখোঁজদের কারও খোঁজ এখনও মেলেনি।