উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একসময় একই ছবিতে অভিনয় করেছিলেন। এবারে লোকসভা নির্বাচনে জিতে রাজনীতিতে নতুন অধ্যায়ও একসঙ্গেই শুরু করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও চিরাগ পাসোয়ান (Chirag Paswan)। বুধবার সংসদে স্পিকার নির্বাচনের দিনও একসঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছে কঙ্গনা-চিরাগকে। দেখা হতেই প্রথমে আলিঙ্গন করে সৌজন্য বিনিময় করেন দুজনে। এরপরেই হাতে হাত রেখে সংসদে প্রবেশ করেন তাঁরা। কঙ্গনা-চিরাগের এই বিশেষ রসায়ন বর্তমানে নজর কেড়েছে সকলের। তবে কি দুজনের মধ্যে নতুন সম্পর্কের সূচনা হতে চলেছে? এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
#WATCH | Union Minister Chirag Paswan and BJP MP Kangana Ranaut arrive at the Parliament. pic.twitter.com/ZZZk61z7d0
— ANI (@ANI) June 26, 2024
এর আগেও সংসদে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। দীর্ঘদিন ধরেই একে অপরকে চেনেন কঙ্গনা-চিরাগ। একটা সময় বলিউডে পা রেখেছিলেন লোক জনশক্তি পার্টির (LJP) নেতা তথা প্রয়াত প্রাক্তন মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। ২০১১ সালে তাঁর প্রথম ছবি ‘মিলে না মিলে হাম’ (Miley Naa Miley Hum)। সেই ছবিতেই চিরাগের বিপরীতে অভিনয় করেছিলেন কঙ্গনা। তবে তেমন সাফল্য পায়নি ছবিটি। এরপরই বলিউড ছেড়ে রাজনীতির ময়দানে নামেন চিরাগ।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর (Hajipur) কেন্দ্র থেকে ৬ লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন এলজেপি নেতা চিরাগ পাসোয়ান। অন্যদিকে মাণ্ডি (Mandi) লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে ৫ লক্ষেরও বেশি ভোটে জিতেছেন কঙ্গনা রানাউত। বড় পর্দার সেই জুটি বর্তমানে রাজনীতির ময়দানেও রয়েছেন এনডিএ জোটেই (NDA)।