উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোরিয়া ওপেনে সোনা জিতে নিল চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ জুটি। এই জুটির বিপক্ষে নেমেছিল ইন্দোনেশিয়ার আলফিয়ান-আর্দিয়ান্ত জুটি। প্রথম গেমে ইন্দোনেশিয়ার কাছে হেরে পিছিয়ে পড়েন চিরাগরা। তবে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে বাজিমাত করে নেয় এই জুটি।
ম্যাচে প্রথম থেকেই দাপট ছিল ইন্দোনেশিয়া জুটির। কোরিয়া ওপেনে পুরুষদের ডবলসের ফাইনালে প্রথম গেমে চিরাগদের ১৭-২১ ব্যবধানে হারিয়ে দেয় তারা। কিন্তু পিছিয়ে পরেও ফিরে আসেন চিরাগ ও সাত্ত্বিক। দ্বিতীয় গেম ২১-১৩ ব্যবধানে ও তৃতীয় গেম ২১-১৪ ব্যবধানে জিতে নেন তাঁরা।