চোপড়া: ভুলবশত কীটনাশক খেয়ে নেওয়ায় বিপত্তি! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই শিশু। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে চোপড়া (Chopra) থানার শীতপাড়া গ্রামে।
অসুস্থ এক শিশুর বাবা জানান, ভাইয়ের মেয়ের সঙ্গে তাঁর মেয়ে বাড়িতেই খেলছিল। ভুলবশত খাবার জিনিস ভেবে কীটনাশক মুখে দেওয়ায় এই বিপত্তি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখান থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইসলামপুর থেকে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (NBMCH) রেফার করা হয়েছে। আপাতত চিকিৎসাধীন রয়েছে দু’জন।