কোচবিহার: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় জেলাজুড়ে আন্দোলন অব্যাহত। বুধবার রাতে কোচবিহারের (Cooch Behar) এ এল দাস মোড়ে প্রতিবাদ সভার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কুশপুতুল পোড়ানোর উদ্যোগ নেয় সিপিএমের শ্রমিক সংগঠন সিটু (CITU)। কুশপুতুল পোড়াতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। সেই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়। একজন আন্দোলনকারী টাউনবাবু রাহুল তালুকদারের গলা টিপে ধরে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রচুর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।