Exclusive

Siliguri | ২০ টাকায় এনজেপি থেকে শালুগাড়া! ছয় বছর পর ফের সিটিবাস শহরে

রাহুল মজুমদার, শিলিগুড়ি: দীর্ঘ প্রায় ছয় বছর বাদে ফের শহরের রাস্তায় নামতে চলেছে সিটিবাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের দুটি বাস প্রতিদিন শহরের দুটি রুটে চলবে। ন্যূনতম ১০ টাকা ভাড়া ধার্য করে নিউ জলপাইগুড়ি নেতাজি মোড় থেকে শালুগাড়া এবং মিলন মোড় রুটে দুটি বাস চালানো হবে।

টক টু মেয়রে একের পর এক আবেদন পেয়ে এনবিএসটিসি’র সঙ্গে কথা বলে উদ্যোগ নেন শহরের মেয়র গৌতম দেব। এরপরেই সোমবার শহরবাসীর স্বার্থে দুটি সিটিবাস চালু করল এনবিএসটিসি। এদিন শহরের এনজেপি নেতাজি মোড় থেকে ফ্ল্যাগ অফ করে দুটি বাসের আনুষ্ঠানিক সূচনা করেন গৌতম দেব। তাঁর বক্তব্য, ‘শহরবাসীর দাবি ছিল সিটিবাস পরিষেবা চালু করা হোক। সেইমতো এনবিএসটিসি’র সঙ্গে কথা বলা হয়। প্রথমে একটি বাস দিয়ে পরিষেবা শুরু হল। পরবর্তীতে চাহিদা বুঝে আরও বাস নামানো হবে।’

এক সময়ে শিলিগুড়িতে সিটিবাসের রমরমা ছিল। শহরে এনবিএসটিসি’র দশটি এবং দুটি বেসরকারি বাস চলত। ন্যূনতম দুই টাকা ভাড়াতেও মানুষ সিটিবাসে চেপেছে। কিন্তু ধীরে ধীরে শহরে অটো এবং টোটোর সংখ্যা বাড়তে থাকায় সিটিবাসের যাত্রীসংখ্যা কমতে থাকে। অন্যদিকে, বাসে তুলনামূলকভাবে সময় বেশি লাগায় অনেকেই অটো বা টোটো বিকল্প হিসেবে বেছে নিত।

এখন টোটো, অটোর ভাড়া অনেকটাই বেড়ে গিয়েছে। আর শহরের রাস্তায় যানজটের যে পরিস্থিতি তাতে অটো, টোটোতেও এখন যাতায়াতে অনেক বেশি সময় লাগে। তাই অনেক নাগরিকই শহরে ফের সিটিবাস পরিষেবা ফিরিয়ে আনার জন্যে মেয়রকে আবেদন করেছিলেন।

মাস তিনেক আগে গেটবাজারের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মী সুপ্রিয়া সরকার টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করে আবেদন করেছিলেন। এরপর ফুলেশ্বরীর বাসিন্দা এক সরকারি কর্মী ফুলেশ্বরী হয়ে সিটিবাস চালানোর আবেদন করেছিলেন। ওই সময়ই সিটিবাস নামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র। সেইমতো মঙ্গলবার থেকে শহরে সিটিবাস পরিষেবা (Service) চালু হচ্ছে। ন্যূনতম ১০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা।  প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট, ৯টা ৩০ মিনিট, দুপুর ২টা এবং বিকেল ৪টার সময় মিলন মোড় থেকে ছাড়বে সিটিবাস। অন্যদিকে, এনজেপির নেতাজি মোড় থেকে মিলন মোড়ের উদ্দেশ্যে রওনা হবে প্রতিদিন সকাল ৮টা ৩০, ১০টা ৩০, দুপুর ৩টা এবং বিকেল ৫টায় ছাড়বে। অন্যদিকে, শালুগাড়া থেকে সকাল ৮টা ৩০, ১০টা ৩০, দুপুর ৩টা এবং বিকেল ৫টায় ছাড়বে। আবার এনজেপি থেকে শালুগাড়ার দিকে সকাল ৯টা ৩০, ১১টা ৩০, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় রওনা হবে বাস। এনজেপি থেকে মিলন মোড়ের বাসটি এনজেপি থানার সামনে দিয়ে গেটবাজার, থানা মোড়, ভেনাস মোড়, সেবক মোড়, এয়ারভিউ মোড়, জংশন, দার্জিলিং মোড়, চম্পাসারি মোড়, দেবীডাঙ্গা হয়ে মিলন মোড়ে যাবে। অন্যদিকে, শালুগাড়াগামী বাসটি এনজেপি নেতাজি মোড় থেকে রওনা হয়ে সেন্ট্রাল ব্যাংক, গোপাল মোড়, এনটিএস মোড়, ভেনাস মোড়, মার্কেট, পানিট্যাঙ্কি মোড়, পিসি মিত্তাল, ভক্তিনগর থানা হয়ে শালুগাড়ার দিকে যাবে। এনজেপি থেকে মিলন মোড় যেতে সর্বোচ্চ ২৫ টাকা ভাড়া দিতে হবে। অন্যদিকে, শালুগাড়া যেতে  সর্বোচ্চ ২০ টাকা ভাড়া দিতে হবে।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Bengal Police | পঞ্চম দফা ভোটের দিনই অপসারিত পশ্চিম মেদিনীপুরের এসপি, খোঁচা অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) আবহে রাজ্য পুলিশে (Bengal Police) রদবদল…

13 mins ago

NBU Researcher Death | গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুতে অধ্যাপকের হাত! অভিযোগ ঘিরে বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে এসে মর্মান্তিক মৃত্যু হয় তরুণী ছাত্রী ববিতা দত্তের। বিশ্ববিদ্যালয়ের পাশেই…

24 mins ago

Asansol | দামোদর নদীতে ডুবে মৃত্যু স্কুল পড়ুয়ার,শোকের ছায়া এলাকাজুড়ে

আসানসোল: বন্ধুদের সঙ্গে দামোদর নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার।…

29 mins ago

Maoist Attack | ওডিশার জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, জখম জওয়ান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগেই উত্তপ্ত ওডিশা। সোমবার কালাহান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত নুয়াপাড়ার পাহাড়,…

36 mins ago

Researcher Death | মর্মান্তিক পরিণতি গবেষক ছাত্রীর! সুবিচার চেয়ে অবরোধ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

তুফানগঞ্জ: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক (North Bengal University Researcher) ববিতা দত্তের মৃত্যুর (Researcher Death) ঘটনায় সুবিচারের…

53 mins ago

IPL | গোপনীয়তা ভঙ্গের অভিযোগ! স্টার স্পোর্টসের উপর চটে লাল রোহিত শর্মা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগে এবার আইপিএল সম্প্রচারকারী চ্যানেলকে কাঠগড়ায় তুললেন রোহিত…

58 mins ago

This website uses cookies.