উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: থানার মধ্যেই এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির (sexual harassment) অভিযোগ উঠল কলকাতা পুলিশের (Kolkata Police) সাব ইনস্পেক্টরের (SI) বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিট পুলিশ স্টেশনে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, পুজোয় পোশাক দেওয়ার নাম করে গভীর রাতে নির্যাতিতাকে রেস্ট রুমে ডাকেন ওই সাব ইনস্পেক্টর। সালোয়ার কামিজ দেওয়ার সময়ে শ্লীলতাহানি করা হয় তরুণীর। শুক্রবার রাতে এই ঘটনায় তোলপাড় পড়ে যায় পুলিশ মহলে। পরে নিগৃহীতার অভিযোগ দায়ের করতে অস্বীকার করারও অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের বিরুদ্ধে। বিষয়টি মিটমাট করে নেওয়ার চাপ দেওয়া হয় বলেও অভিযোগ নির্যাতিতার পরিবারের। এরপরই পুরো বিষয়টি তাঁরা লিখিতভাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, কলকাতা পুলিশের কমিশনারের দপ্তরে জানিয়েছেন।
লালবাজার সূত্রের খবর, ওই সিভিক ভলান্টিয়ার পার্ক স্ট্রিট থানায় কম্পিউটার সেকশনে কাজ করেন। শুক্রবার থানায় সিভিকদের জন্য পোশাক দেওয়া হচ্ছিল। অভিযোগ, ঘটনার দিন রাত ৯টায় ডিউটিতে যোগ দেন তিনি। এরপর রাত ১টা নাগাদ তাঁকে থানার তিনতলার রেস্ট রুমে ডাকা হয়। সেখানেই মদ্যপ অবস্থায় শারীরিক নির্যাতন করেন অভিযুক্ত সাব ইনস্পেক্টর। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশকর্মী। অভিযুক্ত এসআইয়ের সহকর্মীদের একাংশের বক্তব্য, ‘কিছুক্ষণের জন্য ওই তরুণী ঘরে গিয়েছিলেন। কীভাবে ঘটনাটি ঘটল, তা বুঝতে পারছি না। যদি কেউ দোষ করে থাকেন, তাঁর শাস্তি হওয়া উচিত।’ পার্ক স্ট্রিট থানা সূত্রে খবর, ওই রেস্ট রুমের ভিতরে কোনও সিসিটিভি না থাকলেও এমন গুরুতর অভিযোগ ওঠায় নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হচ্ছে।