চোপড়া: চা বাগানের জমি দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বোমা-গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বড়বিল্লা এলাকায়। সংঘর্ষের জেরে জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ মোট চারজন। জখমদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেসের ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ বলেন, ‘চা বাগানের জমি নিয়ে সমস্যা ছিল। এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত স্তরে সালিশিও হয়। মঙ্গলবার সকালে একপক্ষ জমি দখল করতে গেলে সংঘর্ষ বাধে।’ তাহের আহমেদ আরও বলেন, ‘শুনেছি সংঘর্ষে দলের বুথ সভাপতি তাজমুল হক গুলিবিদ্ধ হয়েছেন।’