উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধায়কের সামনেই তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।
অভিযোগ, শনিবার সন্ধ্যায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের দলীয় কার্যালয়ের বাইরে অশান্তি বাধে। দু’পক্ষ লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মারধরে গুরুতর জখম হয়েছেন তিন তৃণমূল কর্মী। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, হামলার সময় বিধায়ক অফিসের ভেতরে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী ও কান্দির এসডিপিও সাগর রানা পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
বিধায়কের দাবি, ভরতপুর ১ ব্লকের তৃণমূল সভাপতি নজরুল ইসলামের উসকানিতে অশান্তি বেধেছে। এদিকে, এই অভিযোগ অস্বীকার করে পালটা বিধায়ককেই নিশানা করেছেন ব্লক সভাপতি। যদিও মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতির দাবি, দু’পক্ষকেই বোঝানো হয়েছে। এখন কোনও সমস্যা নেই। তবে পঞ্চায়েত ভোটের আগে বিধায়ক বনাম ব্লক সভাপতির এই দ্বন্দ্ব শাসকদলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।