উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিম্ন আদালতে বিচারক নিয়োগের পরীক্ষায় সংরক্ষণ নীতিতে কোনও ভুল ছিল না, পরীক্ষা সঠিকভাবে হয়েছে বলেই জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। মঙ্গলবার মামলাকারীদের আবেদন খারিজ করে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ ক্লিনচিট দিল পিএসসি-কে (PSC)।
এদিন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় রায় ঘোষণা করে বলেন, ‘পিএসসির নিয়োগ পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। নিয়োগেও কোনও বাধা থাকছে না।’
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া (Judge appointment process) শুরু হয় ২০২২ সালে। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে এক ওবিসি পরীক্ষার্থী মামলা করেছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। তারপরে বন্ধ হয়ে যায় বিচারক নিয়োগ প্রক্রিয়া। এবার সেই স্থগিতাদেশ তুলে নিল কলকাতা হাইকোর্ট।