Sunday, February 16, 2025
Homeজাতীয়Gita Gopinath | ‘জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলবে অর্থনীতিতে’, আশঙ্কা অর্থনীতিবিদ গীতা গোপীনাথের

Gita Gopinath | ‘জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলবে অর্থনীতিতে’, আশঙ্কা অর্থনীতিবিদ গীতা গোপীনাথের

নয়াদিল্লি: ভারতের অর্থনীতিতে (Indian economy) জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ (Gita Gopinath)। জলবায়ু পরিবর্তনের (Climate change) দীর্ঘমেয়াদি প্রভাব ঠেকাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপের পক্ষে সওয়াল করেন তিনি। এক সাক্ষাত্কারে গোপীনাথ বলেন, ‘জলবায়ু পরিবর্তন কীভাবে আর্থিক বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছে এবং কর্মসংস্থানের ওপর প্রভাব ফেলছে সেই ব্যাপারে সতর্ক হওয়া উচিত।’

তাঁর কথায়, ‘ভারতের ঝুঁকিগুলির মধ্যে একটি হল জলবায়ু পরিবর্তন। আমরা দেখছি যে বৃষ্টিপাতের অনিশ্চয়তা শস্য উৎপাদন এবং গ্রামীণ আয়ের ওপর চাপ সৃষ্টি করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এশিয়াকে একটি অঞ্চল হিসাবে দেখেছি। এশিয়ায় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা বিশ্বের গড় তাপমাত্রার চেয়ে বেশি। ভারতে ১৯৫০ থেকে ২০১৮’র মধ্যে গড় তাপমাত্রা ০.৫ ডিগ্রি সেন্ট্রিগ্রেড বেড়েছে। বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয় আগামী দশকে একটি বড় আর্থিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।’ এদেশে কর্মসংস্থানের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব সীমিত থাকবে বলেও মনে করেন গোপীনাথ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular