Top News

Closed Tea garden | মমতার সফরকালেই খুলে যাচ্ছে বন্ধ সাইলি ও দেবপাড়া চা বাগান, খুশির হাওয়া শ্রমিক মহলে

নাগরাকাটাঃ বৃহস্পতিবার খুলছে মালবাজারের সাইলি চা বাগান। আগামী সোমবার থেকে স্বাভাবিক হবে বানারহাটের দেবপাড়াও। দুটি বাগানের পরিচালকরাই বুধবার জলপাইগুড়ি জেলা প্রশাসনকে চিঠি দিয়ে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এদিন অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি সংস্কার) প্রিয়দর্শিনী ভট্টাচার্যকে মালিকপক্ষ ওই চিঠি পাঠায়। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রমিকরা।

সাইলি চা বাগানটি বন্ধ হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। এরপর শ্রম দপ্তরের পক্ষ একাধিকবার বাগান খোলার জন্য কখনও দ্বিপাক্ষিক আবার কখনও ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও তা সফল হয় নি। অবশেষে এদিন মালিকপক্ষের চিঠিতে জট খোলে। তাতে জানানো হয়েছে বৃহস্পতিবার খেকে তাঁরা কর্মবিরতির বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিচ্ছেন। শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানের নির্ঘন্টও মালিকপক্ষ ঠিক করেছে। আগামী ৬ এপ্রিলের মধ্যে বকেয়া থাকা এক পাক্ষিক সপ্তাহের মজুরি ও ১২ এপ্রিলের মধ্যে আরেকটি পাক্ষিক সপ্তাহের মজুরি দেওয়া হবে। লিভ ট্র্যাভেল অ্যালাউন্স বা সাল ছুটির টাকা, বকেয়া মজুরির এরিয়ার, কর্মচারীদের বকেয়া বেতন, বকেয়া থাকা ১ শতাংশ হারের বোনাস সবকিছুই মিটিয়ে দেওয়া হবে ৩০ জুনের মধ্যে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির মত অন্যান্য ইস্যুগুলি নিয়ে জুনের শেষ সপ্তাহে পর্যালোচনামূলক বৈঠকে আলোচনা করা হবে।

অন্যদিকে দেবপাড়া চা বাগানের মালিকপক্ষ জানিয়েছে গত বছরের ১৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা এক পাক্ষিক সপ্তাহের মজুরি আগামী ৬ এপ্রিলের মধ্যে অন লাইনে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট মারফত দেওয়া হবে। আরেকটি বকেয়া পাক্ষিক সপ্তাহের মজুরি মিলবে ১০ জুনের মধ্যে। ৮ এপ্রিল বাগান খোলার সময় শ্রমিকদের উপস্থিতি যাতে যথেষ্ট সংখ্যক থাকে সেকথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ডুয়ার্সে রয়েছেন। বৃহস্পতিবার তিনি মালবাজারে দলীয় প্রার্থীদের হয়ে জনসভা করবেন। এলাকার বন্ধ থাকা সাইলি চা বাগানটি বৃহস্পতিবারই খুলে যাওয়ায় তা যে তৃণমূল কংগ্রেসের প্রচারের পালে বাড়তি হাওয়া দেবে বলাই বাহুল্য। বকেয়া নিয়ে অচল হয়ে থাকা দেবপাড়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে রাজনৈতিক মহলের মূল্যায়ণ। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল সোনার বলেন, দুটি বাগানই যাতে স্বাভাবিক হয় সেজন্য রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে মালিকপক্ষের সাড়া দেওয়ার এই বিষয়টিকে স্বাগত জানাই। রুটি রুজির থেকে বড় আর কিছু হতে পারে না। বাগান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম শীর্ষ নেতা সন্তোষ হাতি, মহেশ বাগে, রাজেশ বারলা সহ তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা অর্জুন ছেত্রী, রাজু গুরুং প্রমুখ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Migrant worker dead | পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া মালতীপুরে

সামসী: চেন্নাইয়ে (Chennai) কাজে গিয়ে মৃত্যু হল মালতীপুরের এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker dead)। মৃতের…

4 mins ago

Dev-Hiran | ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান’ কাকে নিয়ে লিখলেন দেব?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।’ মঙ্গলবার ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী…

5 mins ago

Brown Sugar | লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক

শিলিগুড়ি: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,…

13 mins ago

Accident | ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দুটি বাইকের, দুর্ঘটনায় মৃত ১, আহত ৬

কিশনগঞ্জঃ সোমবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় আহত হন আরও…

26 mins ago

Singapore Airlines | মাঝআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ঝাঁকুনি, মৃত্যু যাত্রীর, আহত বেশ কয়েকজন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (Singapore Airlines) বিমানে ভয়ংকর ঝাঁকুনি। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী…

1 hour ago

CV Ananda Bose | শ্লীলতাহানি কাণ্ডে মঞ্জুর আগাম জামিন! স্বস্তিতে আনন্দ বোসের ওএসডি সহ রাজভবনের ৩ কর্মী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন রাজভবনের এক…

1 hour ago

This website uses cookies.