সোমবার, ২৪ মার্চ, ২০২৫

CM Mamata Banerjee | ‘মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব’, বিধানসভায় কেন আচমকাই এই কথা বললেন মমতা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার বিধানসভায় (Bidhan Sabha) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বক্তব্য চলাকালীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা (BJP MLAs)। এদিন বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। তারই পালটা জবাবে বাম আমলে তৎকালীন রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর চালানোর অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। এরপরই শংকর ঘোষকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘আমি বিধানসভার চেয়ার ভাঙিনি। প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব।’

এদিন মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন বিধানসভার বাইরে কালো জামা পড়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাঁরা কালো জামা পড়েছেন ভালো, আমি কালো রং পছন্দ করি! কিন্তু কালো জামা কাপড় পড়ে লাভ নেই, আপনারা অন্ধকারে থাকুন!’ এরপরই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

এদিন বাংলায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এই অভিযোগ তুলে বিধানসভায় তুমুল হইহট্টোগোল শুরু করেন বিজেপি বিধায়করা। তখন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দলেরও ৪২ জন এমপি লোকসভা, রাজ্যসভায় আছেন। তাঁরাও বিএ কমিটির বৈঠকে উপস্থিত থাকেন। আমি তাঁদের সব আলোচনায় অংশ নেওয়ার কথা বারবার বলি। যখন আমরা কোনও চেয়ারে বসি, তখন আমরা সেটার প্রতি যত্নশীল থাকি।’ এরপরেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝেই স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। তখন তাঁদের উদ্দেশে মমতা বলেন, ‘যদি কারও কিছু বলার থাকে বলতে পারেন। আমি বসে শুনব। কিন্তু আমি বলার সময় আশা করব আপনারা বেরিয়ে যাবেন না।’ সেই সময়ই বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেয়ার ভাঙার প্রসঙ্গ টেনে আনেন শংকর ঘোষ। তিনি বলেন, ‘আপনি বলেন, সত্যের জন্য কোনও কিছু ত্যাগ করা যায় না। তাহলে আমি নিশ্চয়‌ই আশা করব আপনি স্বীকার করবেন যে এই বিধানসভার সদস্য না হয়েও আপনি বিধানসভা ভাঙার কাজে যুক্ত ছিলেন।’ তখনই মমতা পালটা চ্যালেঞ্জ ছুড়ে একথা প্রমাণ করার জন্য জানান।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Kolkata | হাইকোর্টের বিচারপতি পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সরাসরি এক আইএএস অফিসারকে ফোন...

CSK vs MI | রাচিনের অর্ধশতরানে ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে জয় চেন্নাইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাচিনের ব্যাটে ভর করেই মুম্বইয়ের...

Karnataka | মেঝেতে ছড়িয়ে অগুনতি টাকা!লাইন দিয়ে বসে সেটাই গুনছেন পুরোহিতরা,কোথায়?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ দিনে দানপাত্রে জমা...

Bengaluru | মন্দিরের অনুষ্ঠান চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১০০ ফুটের রথ, মৃত বছর ২৪-এর যুবক,আহত একাধিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  মন্দিরের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান চলছিল...