মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

CM Mamata Banerjee | একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে ছাড়ব: মমতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব। জোড়াসাঁকোর সভামঞ্চ থেকে মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘২০০১-এ নির্বাচনের পর শেষবার এসআইআর (SIR) হয়েছিল। বাংলায় ২০০২-২০০৩ সালে কোনও ভোট ছিল না। এসআইআর হওয়ার পর ২০০৪ সালে নির্বাচন হয়। দুই-আড়াই বছর ধরে কাজ চলেছিল। তা হলে আজ তাড়া কীসের? হঠাৎ মোদিবাবু আর অমিত শা-কে সন্তুষ্ট করার জন্য কুর্সিবাবুর ঘোষণা। কুর্সিবাবু যিনি ইতিহাস গড়তে চান, তাঁকে বলি আপনার ইতিহাস পাতিহাঁস হবে। একটা যোগ্য ভোটারেরও নাম বাদ গেলে বিজেপির সরকার ভেঙে ছাড়ব।’

পাশাপাশি ব্যক্তিগত তথ্য নিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে ব্যক্তিগত তথ্য দেবেন না। উচিত লোককেই বলবেন। সাধারণ মানুষকে সাহায্যের জন্য তৃণমূল সরকার এলাকায় হেল্প ডেস্ক করছে। কোনও অসুবিধা হলে সেখানে যান।’

মমতার অভিযোগ, ‘বাংলার দু’কোটি মানুষের নাম কেটে বিজেপি বাংলা দখলের ছক কষছে। আমি বলে যাচ্ছি, ওরা যেভাবে এসআইআরের নাম করে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তাতে আমাদের হারানো তো দূরে থাক, ওদের নিজেদের ভোটও এবার আমাদের দিকে আসবে। কারণ, যেভাবে মানুষকে ওরা ভিটে মাটি উচ্ছেদ করতে চাইছে, তাতে ওদের ঘরেও বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে।’ বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? ওদের তো তখনও জন্মই হয়নি! ওরা কি করে জানবে দেশের স্বাধীনতার ইতিহাস! ওরা সবচেয়ে বড় জনগণের টাকা লুঠেরা জোতদার!’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Bihar Election | বিহারে ক্ষমতায় এনডিএ না মহাগঠবন্ধন? বুথ ফেরত সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের (Bihar Election) ২...

Second Farakka Bridge | দ্বিতীয় ফরাক্কা সেতুতে অ্যাম্বুল্যান্স চলাচলে অনুমতি

কালিয়াচক: গঙ্গা নদীর ওপর দ্বিতীয় ফরাক্কা সেতু (Second Farakka...

Supreme Court | ‘এসআইআর নিয়ে কেন এত ভয় পাচ্ছেন?’ মামলাকারীদের বার্তা শীর্ষ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহারে এসআইআর নিয়ে আগেই মামলা...

Partha Chatterjee | বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ আত্মীয়দের, সত্যের জয় হবে বলে আশা প্রকাশ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ থেকে ২০২৫-এর নভেম্বর পর্যন্ত...