উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব। জোড়াসাঁকোর সভামঞ্চ থেকে মঙ্গলবার এমনটাই বললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘২০০১-এ নির্বাচনের পর শেষবার এসআইআর (SIR) হয়েছিল। বাংলায় ২০০২-২০০৩ সালে কোনও ভোট ছিল না। এসআইআর হওয়ার পর ২০০৪ সালে নির্বাচন হয়। দুই-আড়াই বছর ধরে কাজ চলেছিল। তা হলে আজ তাড়া কীসের? হঠাৎ মোদিবাবু আর অমিত শা-কে সন্তুষ্ট করার জন্য কুর্সিবাবুর ঘোষণা। কুর্সিবাবু যিনি ইতিহাস গড়তে চান, তাঁকে বলি আপনার ইতিহাস পাতিহাঁস হবে। একটা যোগ্য ভোটারেরও নাম বাদ গেলে বিজেপির সরকার ভেঙে ছাড়ব।’
পাশাপাশি ব্যক্তিগত তথ্য নিয়ে সাবধান করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবাইকে ব্যক্তিগত তথ্য দেবেন না। উচিত লোককেই বলবেন। সাধারণ মানুষকে সাহায্যের জন্য তৃণমূল সরকার এলাকায় হেল্প ডেস্ক করছে। কোনও অসুবিধা হলে সেখানে যান।’
মমতার অভিযোগ, ‘বাংলার দু’কোটি মানুষের নাম কেটে বিজেপি বাংলা দখলের ছক কষছে। আমি বলে যাচ্ছি, ওরা যেভাবে এসআইআরের নাম করে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তাতে আমাদের হারানো তো দূরে থাক, ওদের নিজেদের ভোটও এবার আমাদের দিকে আসবে। কারণ, যেভাবে মানুষকে ওরা ভিটে মাটি উচ্ছেদ করতে চাইছে, তাতে ওদের ঘরেও বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে।’ বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? ওদের তো তখনও জন্মই হয়নি! ওরা কি করে জানবে দেশের স্বাধীনতার ইতিহাস! ওরা সবচেয়ে বড় জনগণের টাকা লুঠেরা জোতদার!’

