উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) নামবেন তিনি। সেখান থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ‘সিনার্জি’ অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা শিলিগুড়িজুড়ে (Siliguri)।
তিনদিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতির সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন মমতা। চা শিল্প, পর্যটন, হস্তশিল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে রাজ্য সরকার উত্তরবঙ্গে শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরবে। মুখ্যমন্ত্রী বিনিয়োগকারীদের প্রস্তাব শোনার পাশাপাশি তাঁদের সমস্যার কথাও শুনবেন। এরপর মঙ্গলবার ভিডিওকন গ্রাউন্ডে রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার মানুষের হাতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরা হবে। সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
বুধবার উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে করার কথা মুখ্যমন্ত্রীর। এই বৈঠকে উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। মালদা এবং দুই দিনাজপুর জেলার প্রতিনিধিরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন বলে জানা যাচ্ছে।
সফরের মূল উদ্দেশ্য প্রশাসনিক হলেও রাজনৈতিক দিক থেকেও এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কারণ বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তাছাড়া উত্তরবঙ্গের আটটি জেলাতেই গত কয়েক বছরে তৃণমূলের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত লোকসভা নির্বাচনে কেবলমাত্র কোচবিহার আসনে তৃণমূল জয়ী হলেও তারপর থেকে ধারাবাহিকভাবে উপনির্বাচনের জয় এবং সংগঠন বৃদ্ধির কাজ ভালোভাবেই গতি পেয়েছে।