উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা সংগীত জগতে নক্ষত্রপতন। শনিবার ভোরে প্রয়াত হয়েছেন প্রবীণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukhopadhyay)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রবীণ শিল্পীর প্রয়াণে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন।
এদিন ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আধুনিক বাংলা গানের খ্যাতনামা শিল্পী, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকাহত।’ প্রবীণ শিল্পীর সঙ্গে শেষ সাক্ষাতের কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, “কয়েকদিন আগেই হাসপাতালে গিয়ে আমি তাঁর সঙ্গে দেখা করে এসেছিলাম। প্রতুলদার মৃত্যু বাংলা গানের জগতে অপূরণীয় ক্ষতি। যতদিন বাংলা গান থাকবে, ‘আমি বাংলায় গান গাই’ বাঙালির মুখে মুখে ঘুরবে। আমি গর্বিত আমাদের সরকার তাঁর যোগ্য সম্মাননা জানাতে পেরেছিল। রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ থেকে শুরু করে ‘সংগীত সম্মান’, ‘সংগীত মহাসম্মান’, ‘নজরুল স্মৃতি পুরস্কার’- সবই তিনি পেয়েছেন। আমি প্রতুলদার পরিবার, বন্ধুবান্ধব ও অগণিত গুণগ্রাহীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। সেই সময় তাঁর নাক দিয়ে আচমকাই রক্তক্ষরণ হয়েছিল বলে জানা যায়। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, শনিবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত শিল্পীর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। বিকেল ৪টে নাগাদ শিল্পীকে শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী রবীন্দ্রসদনে আসবেন বলে খবর। এরপর এসএসকেএমে নিয়ে এসে শিল্পীর দেহদান করা হবে। এদিন শিল্পীর প্রয়াণের খবর শুনেই হাসপাতালে ছুটে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন।