উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সফরসূচিতে বদল। মঙ্গলবার অর্থাৎ আজ মিরিক যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগারাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর রাতে মুখ্যমন্ত্রী চলে যান কার্শিয়াং। সেখান থেকে মঙ্গলবার মিরিক যাওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে বদল হয়েছে।এদিন তিনি মিরিক যাচ্ছেন না। সুখিয়াপোখরি বিডিও অফিসে ত্রাণ বণ্টনের কাজ তদারকি করেছেন মমতা। কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে।
বুধবার শৈলশহরে দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সাম্প্রতিক বিপর্যয়ে পাহাড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বৈঠকে তা নিয়ে রিপোর্ট দেওয়ার কথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর। এবিষয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা।

