উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) নিপীড়িত সংখ্যালঘু হিন্দুরা। অবশেষে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানান, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত তিনি।
এদিনের বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি। অন্য দেশেও (বাংলাদেশ) যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয়, তাহলে আমরা সেটাকেও সমর্থন করিনি।’ ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়েছেন সংখ্যালঘু হিন্দুরা। ইসকন নিষিদ্ধ করার দাবিও তুলেছে ইসলামপন্থী সংগঠনগুলি। এরই মাঝে রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেপ্তার হন সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় প্রভু। তারপর থেকেই বাংলাদেশের বেশিরভাগ জেলায় হিন্দুদের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতি। বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দলের অবস্থান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে, দেশের স্বার্থে দলগতভাবে তৃণমূল কংগ্রেস তা সমর্থন করবে।’ বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে সেটাই ফের স্পষ্ট করলেন দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী।

