Breaking News

খাদিকুলে বিস্ফোরণে নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা, একজনকে হোমগার্ডের চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল বিস্ফোরণকাণ্ডে নিহতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা অর্থ সাহায্য এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এগরায় গিয়ে এমনটা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন চেক দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের ছোটদের পড়াশোনার দায়িত্ব নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকাল ১১টা নাগাদ ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। তিনি বলেন, ‘এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গিয়েছে। আগামী দু’মাসের মধ্যে রিপোর্ট আসবে। অবৈধ বাজি কারখানায় কাজ করে কারও জীবন যেন নষ্ট না হয়।’

পাশাপাশি তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র গ্রিন ফায়ার ক্র্যাকারের ক্লাস্টার তৈরি হবে ফাঁকা জায়গায়। শব্দবাজি কারখানা অবৈধ। লোভে পড়ে অনেকে এই বাজি তৈরি করতে যান। তাতে প্রাণহানি হয়।’ এদিন হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী খোঁজ নেন আরও কারও চিকিৎসার প্রয়োজন আছে কিনা। পাশাপাশি মমতার বক্তব্য, ‘মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়েছি। বাংলার বর্ডার সিল করুন। ঝাড়খণ্ড থেকে রাজ্যে অস্ত্র ঢোকে। ওডিশাতেও অস্ত্র যায়।’

সম্প্রতি, এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। কিভাবে পুলিশের নজর এড়িয়ে ওই বেআইনি বাজি কারখনা চলছিল তা নিয়ে অনেকেই পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেন। ঘটনার দিনই তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। যার বাজি কারখানায় এই বিস্ফোরণ হয় সেই ভানু বাগ জখম অবস্থায় ওডিশায় পালিয়ে যান। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এদিকে পুলিশ ভানুর দুই সঙ্গী, তাঁর ছেলে এবং ভাইপোকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে এগরা থানার আইসিকেও বদলি করা হয়।

এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। আগেই নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখান থেকে বেশ কয়েকটি দাবি তোলেন। যার মধ্যে রয়েছে এনআইএ তদন্ত করার দাবি। নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি ভানুকে তৃণমূলের নেতা বলে দাবি করেন তিনি। কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

গতি হারিয়েছে শিলিগুড়ির নদী! পড়ুয়াদের প্রোজেক্টে ধরা পড়ল করুণ ছবি

বাগডোগরা: যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবালদাম বাঁধে আসি তারে..। উত্তরের নদীগুলি…

13 mins ago

Chitra Sen | অসুস্থ চিত্রা সেন, কী হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসুস্থ টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন(Chitra Sen)। বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ…

14 mins ago

Rahul Gandhi | সোনিয়া-প্রিয়াংকাকে নিয়ে রায়বরেলি আসনে মনোনয়ন পেশ রাহুলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে মা সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ছেড়ে…

17 mins ago

C. V. Ananda Bose | ‘এ লড়াই আমি লড়ব’, রাজভনের কর্মীদের উদ্দেশে অডিও বার্তা রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘এই লড়াই আমি লড়ব’, অডিও বার্তায় এমনই মন্তব্য করতে শোনা গেল…

24 mins ago

NH 10 | ফের বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। এবার ১০ নম্বর জাতীয় সড়কের (NH 10)…

36 mins ago

NBMCH | সরকারি এক্স-রে বসিয়ে বেসরকারি সংস্থাকে ব্যবসার সুযোগ, বিতর্কে উত্তরবঙ্গ মেডিকেল

শিলিগুড়ি: এক্স-রে করা নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এক্স-রে…

38 mins ago

This website uses cookies.