শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

CM Mamata Banerjee | জলশক্তি মন্ত্রীর দাবি নস্যাৎ! ডিভিসির জল ছাড়া নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিভিসি জল ছাড়ার পর রাজ্যের বন্যা পরিস্থিতি (Flood situation) নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চার পাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি। এর আগে গত ২০ সেপ্টেম্বরও মোদিকে বন্যা পরিস্থিতি নিয়ে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠির জবাব দিয়েছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। সেখানে দাবি করা হয়েছিল, রাজ্যের সম্মতি নিয়েই মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়ে ডিভিসি (DVC)। এদিনের চার পাতার ওই চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দাবিকে নস্যাৎ করেছেন মমতা।

চার পাতার চিঠিতে মমতা লিখেছেন, ‘জলশক্তি মন্ত্রকের চিঠির পরিপ্রেক্ষিতে আমি এই চিঠি লিখছি। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন ডিভিসির জল ছাড়া নিয়ন্ত্রণ কমিটিতে বাংলার প্রতিনিধিও রয়েছেন। আমি তা মানতে পারছি না। কারণ এক্ষেত্রে সব সময়ই কেন্দ্রীয় জল কমিশন এবং জলশক্তি মন্ত্রকই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। এমনকি অনেক সময় রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়।’ তিনি আরও লেখেন, ‘গত ১৬ সেপ্টেম্বর ডিভিসির চেয়ারম্যানকে জল না ছাড়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। রাজ্য আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমোদন দেয়নি। রাজ্যের তরফে জলের পরিমাণ প্রথমে ২.৩ লক্ষ কিউসেক এবং পরে ২ লক্ষ কিউসেক করতে বলা হয়েছিল। কিন্তু সেই অনুরোধও শোনা হয়নি। তাছাড়া ডিভিসি সময়মতো উত্তর না দেওয়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে।’ মাত্র সাড়ে ৩ ঘণ্টা নোটিশ দিয়ে ৯ ঘণ্টা জল ছাড়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মমতা নিজের মতামত জানিয়ে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার কোনও প্রয়োজনই ছিল না। এত বিপুল পরিমাণ জল ছাড়া না হলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হত না। তাই আমার মনে হয়, কেন্দ্রীয় মন্ত্রী যে বলেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল, তা পুরোপুরি সঠিক নয়।’ ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধি তুলে নেওয়ার কথাও চিঠিতে জানিয়েছেন তিনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

India vs Australia | বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার বাধায় শেষ পর্যন্ত সিরিজের...

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

Bihar Polls Phase 1 | প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে! চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...