উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে (RG Kar Hospital Incident) ধৃত সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শুক্রবার রাজপথে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার হাজরা মোড়ে প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন খোদ মমতা। দলীয় সূত্রের খবর, এদিন বিকেল ৪টেয় মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করা হবে। সেইসঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৭ এবং ১৮ অগাস্ট জেলার ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল (TMC Protest)।
ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে এক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত।’ পাশাপাশি, মমতা এও বলেন, ‘সিবিআই তদন্ত হোক বা যে কোনও তদন্ত হোক, আমাদের কোনও আপত্তি নেই। কারণ রাজ্য সরকারের কিছু লুকোনোর নেই। আমি স্পষ্টভাবে বলছি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
এদিকে, স্বাধীনতার মধ্যরাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে বিক্ষোভে শামিল হয়েছিল সাধারণ মানুষ। একেবারে অরাজনৈতিক জনজোয়ার দেখা গিয়েছিল। এই প্রতিবাদের মাঝেই আরজি করে দুষ্কৃতী হামলা হয়। দাবি অনুযায়ী, পুলিশি ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়। জরুরি বিভাগ থেকে শুরু করে করিডর সব জায়গা তছনছ করে দেওয়া হয়। জানা গিয়েছে, হাসপাতালের ভিতরে পুলিশ ইনচার্জ রুমেও ভাঙচুর চালানো হয়েছে। ওই রুমেই সমস্ত সিসিটিভি ফুটেজ স্টোর করা হত। অভিযোগ উঠেছে, বুধবার রাতের ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে সব প্রমাণ নষ্ট হয়ে যায়। এই দুষ্কৃতী হামলার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা বনধের (Bengal Strike) ডাক দেয় এসইউসিআই। এদিন রাজ্যজুড়ে চলছে বনধ। বিভিন্ন জায়গায় বনধ সরাতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।