আজাদ, মানিকচক: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কলেজ পড়ুয়া (College Student Drowns)। মালদার (Malda) মানিকচক (Manikchak) এলাকার ঘটনা। সুরজ ঠাকুর (২১) নামে ওই তরুণের খোঁজে নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গিয়েছে, পুজো উপলক্ষ্যে সম্প্রতি মালদার বালুচরে মামা সন্তোষ ঠাকুরের বাড়িতে এসেছিল কলকাতার হাওড়ার বাসিন্দা সুরজ। সোমবার পুজো উপলক্ষ্যে সপরিবারে মানিকচকের গঙ্গা নদীতে (Ganga River) স্নান করতে আসেন। সেই সময় পরিবারের সকলের অলক্ষ্যে সুরজ নদীতে স্নান করতে নেমে যায়। হঠাৎ সুরজকে তলিয়ে যেতে দেখে পরিবারের লোকজন চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে নদীতে নেমে সুরজকে উদ্ধারের চেষ্টা করেন। তবে প্রবল জলের তোড়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিন সন্ধ্যা পর্যন্ত সুরজের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের মামা সন্তোষ ঠাকুর বলেন, ‘ছেলের মুন্ডন উপলক্ষ্যে পুজো ছিল। তাতে অংশ নিতে কলকাতা থেকে এসেছিল ভাগনা সুরজ। কিন্তু এখানে এসে এমন দুর্ঘটনা ঘটবে ভাবিনি।’