মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

Jalpaiguri | ঘরের শোভা বাড়াচ্ছে ভিন শহরের রঙিন মাছ

শেষ আপডেট:

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: পড়াশোনা কিংবা কর্মসূত্রে কমবেশি অনেকেই পাড়ি দেন কলকাতায়। কেউ কেউ আবার সেখানকার স্থায়ী বাসিন্দাও হয়ে ওঠেন। তবে এবার উলটো ছবি দেখা গেল শহর জলপাইগুড়িতে (Jalpaiguri)। মানুষ নয় বেশ কিছু রঙিন মাছ স্থায়ী ঠিকানা গড়তে ব্যস্ত এই শহরে৷ এই সব মাছ  উত্তরপ্রদেশের রবি, বিশাল, সুনীলদের হাত ধরে পৌঁছে যাচ্ছে শহরের বিভিন্ন পাড়ায়।

অনেকে মনে করেন, রঙিন মাছের জলকেলি দেখলে মন ভালো থাকে। তাই বাড়ি বা ফ্ল্যাট কালচার যাই হোক না কেন, অ্যাকোয়ারিয়াম রাখতে কমবেশি অনেককেই দেখা যায়। আর সেই শখে একটু ইন্ধন জোগাতে উত্তরপ্রদেশ থেকে প্রায় ১০ জন এসেছেন জলপাইগুড়ি শহরে।

সকাল হলেই জার নিয়ে বসে পড়েন শহরের বিভিন্ন প্রধান রাস্তার পাশে। তবে আশপাশে থাকতে হবে জলের ব্যবস্থা। বাইক থেকে সব জার নামিয়ে প্রথম কাজ জারগুলোতে জল ভরে তাতে গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ ছেড়ে দেওয়া। কাচের জারে রঙিন মাছের জলকেলি মন কাড়ছে পথচলতি মানুষজনের। ব্যাস পছন্দ হলে এবং দােম পোষালে কলকাতার মাছেদের স্থায়ী আস্তানা হচ্ছে নিউটাউনপাড়া, পান্ডাপাড়া, মাষকালাইবাড়ির গৃহস্থদের বাড়ি।

ক্রেতা নির্মাল্য প্রামাণিেকর কথায়, ‘ফ্ল্যাটে বড় অ্যাকোয়ারিয়াম রাখার জায়গা নেই। মেয়ে অনেকদিন ধরেই জেদ করছিল অ্যাকোয়ারিয়ামের। হাতের নাগালে ছোট জার ও মাছ পেয়ে কিনে নিলাম। এদের কাছে রঙিন পাথর সহ অ্যাকোয়ারিয়াম সাজানোর সরঞ্জামও আছে। সেগুলোও কিনে নিলাম।’

মাছ সহ জারের দাম সাধ্যের মধ্যেই রেখেছেন বলে জানালেন বিক্রেতা রবি কুমার। বললেন, ‘জলপাইগুড়ি শহরের মানুষের রঙিন মাছ,অ্যাকোয়ারিয়ামের প্রতি ভালোবাসা আছে। দুটো মাছ সমেত জারের সাইজ অনুযায়ী ২৫০, ৩৫০, ৪৫০ টাকা দাম রেখেছি। তবে দর কষাকষিতে কমবেশি হয়ে যায়।’

বিক্রেতা বিশাল কুমারের কথায়, ‘কলকাতা থেকে নিয়ে আসার পর খাওয়ানো থেকে জল পরিষ্কার – সব আমরাই করি। বিক্রির সময় একটু খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই। পেটের দায়ে এই শহরে আসা। বিক্রি তো করতেই হবে। ঘর ভাড়া থেকে বাড়িতে টাকা পাঠানো সবই নির্ভর করে বিক্রির ওপর।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Nagrakata | প্যারেনের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ছোট গাড়ি, আহত ১০

নাগরাকাটা: পাহাড়ি খাড়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল...

Jalpaiguri | মিষ্টি ফ্রেশ না বাসি, জানান না দোকানদার

অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: মিষ্টির দোকানে কাচের শোকেসে সুন্দর করে...

Dhupguri | স্টল বিলি হয়েছে চার বছর আগে, উদ্বোধন হয়নি ধূপগুড়ি মার্কেট কমপ্লেক্সের

সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: ২০১৭ সালের ১৪ এপ্রিল শিলান্যাসের সময়...

BSK | পরিষেবা শিকেয়, প্রশ্নের মুখে বাংলা সহায়তা কেন্দ্র

অভিষেক ঘোষ,  মালবাজার:  মালবাজার (Malbazar) মহকুমায় মোট ২২টি বাংলা...