উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ থেকে ঠিক ৬ মাস আগের ঘটনা। টানা ৩৬ ঘণ্টা ডিউটিতে ছিলেন এক মেধাবী ছাত্রী। রাতের খাবার সেরে বন্ধুদের সঙ্গে খানিক সময় কাটিয়ে চলে যান নিজের পড়ার জগতে। যখন পড়ছিলেন ঠিক সেই সময় কী যে হয়েছিল তার রহস্য আজও সামনে এলো না। পরদিন সকালে তাঁকে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়। এরপরের গল্পটা সকলের জানা। সেই মেধাবী, লড়াকু মেয়েটির জন্মদিন আগামী ৯ ফেব্রুয়ারি। আজও তাঁর বাবা-মা বিচারের দাবিতে ঘুরে বেড়ান এ দরজায় সে দরজায়। কিন্তু আজও সঠিক বিচার পেল না হতভাগ্য মেয়েটি। সবাই হার মানলেও, বাবা-মা তো হার মানতে পারেন না। তাই আরও একবার মেয়ের জন্মদিনে লড়াকু সৈনিকের ভূমিকায় ধরা দেবেন ‘অভয়ার’ বাবা-মা। তাঁদের লড়াইয়ে পাশে চাইলেন সাধারণ মানুষকেও।
আগামী ৯ ফেব্রয়ারি ‘অভয়ার’ (Doctor Rape And Murder Case) জন্মদিন। মেয়ের জন্মদিনের আগে এক ভিডিও বার্তায় তাঁর বাবা-মা বললেন, ‘আমাদের মেয়ের মৃত্যুর ঠিক ৬ মাসের মাথায় তার জন্মদিন। ৬ মাস কেটে গেলেও আমাদের মেয়ের বিচার এখনও অধরা। ৯ ফেব্রুয়ারি আমরা রাস্তায় থাকব। এই ৬ মাস সবাই আমাদের সঙ্গে থেকেছেন। আমাদের বৃহত্তর পরিবারের কাছে আবেদন, ৯ ফেব্রুয়ারি রাস্তায় নামুন।’
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ৯ অগাস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। ঘটনার জেরে দোষী সাব্যস্ত হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy। তাঁকে শিয়ালদা আদালত আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দেন। যদিও এই ঘটনায় একা সঞ্জয়কে দোষী মানতে নারাজ ‘অভয়ার’ বাবা-মা। তাঁরা সাফ জানিয়েছেন, যতদিন এই ঘটনায় বাকি যারা যুক্ত তাদের নাম সামনে না আসবে, মেয়ের জন্য এই লড়াই চালিয়ে যাবেন।