গয়েরকাটা: শনিবার সন্ধ্যায় রিডিং ক্লাবের উদ্যোগে গয়েরকাটার ভূমিপুত্র বাংলার প্রখ্যাত সাহিতিক সমরেশ মজুমদারের স্মরণসভা অনুষ্ঠিত হল। সমরেশ তাঁর ছোটবেলায় এই ক্লাবের পাঠশালা থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। সভায় উপস্থিত সকলেই এদিন প্রথমে সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সভায় উপস্থিত বিশিষ্টরা সমরেশের জীবনের নানা কথা ও কাহিনী তুলে ধরেন। বাল্য বন্ধু সাহিত্যিক অশোক গঙ্গোপাধ্যায় সমরেশ ওরফে বাবলুর স্কুল জীবনের নানা মজাদার গল্প তুলে ধরেন। গয়েরকাটা রিডিং ক্লাবের সভাপতি কানাইলাল চট্টোপাধ্যায় ও সম্পাদক শ্যামল সাহা জানান, গয়েরকাটার গর্ব সমরেশ মজুমদারের জীবনের নানা কথা যাতে উত্তরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে স্মরণসভার আয়োজন।