উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম শেষ হতেই কমল রান্নার গ্যাসের দাম। তবে শুধুমাত্র বাণিজ্যিক রান্নার গ্যাসের দামই কমেছে। এক ধাক্কায় ৫৭ টাকা ৫০ পয়সা কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১৬ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন দাম।
দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পরে, ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম দিল্লিতে ১৭৭৫.৫ টাকা, কলকাতায় দাম ১৮৮৫.৫ টাকা, মুম্বইয়ে দাম ১,৭২৮ টাকা, চেন্নাইয়ে এর দাম ১৯৪২ টাকা। দীপাবলির আগেই ১০০ টাকা মতো বেড়েছিল বাণিজ্যিক এলপিজির দাম। পুজোর পরে ফের দাম কমায় কিছুটা স্বস্তি গ্রাহকদের।