আসানসোল: একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ক্যাম্প থেকে গলায় ফাঁস দেওয়া এক কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার ঘটনাটি ঘটেছে আসানসোল শহরের জিটি রোডে আসানসোল দক্ষিণ থানার অদূরে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ক্যাম্পে। জানা গিয়েছে, মৃত পুলিশ কনস্টেবলের নাম বাদল চন্দ্র মূর্মূ (৪২)। তিনি পুরুলিয়া জেলার বলরামপুর থানার ভাটবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। এদিন আসানসোল জেলা হাসপাতালে ওই মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাদল চন্দ্র মূর্মূ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কনস্টেবল হিসেবে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের রাহালেন মোড় সংলগ্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকের পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ ক্যাম্পের অন্য পুলিশকর্মীরা তাঁকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, পারিবারিক কারণে ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। সেই কারণেই সে মানসিক অবসাদে ভুগছিলেন। সেইজন্য ওই কনস্টেবল গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।