উত্তরবঙ্গ

স্কুল গেটের সামনে তৈরি হচ্ছে কমিউনিটি টয়লেট, প্রতিবাদে সরব অভিভাবকরা

রায়গঞ্জ: রায়গঞ্জের কর্ণজোড়ায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে কমিউনিটি টয়লেট তৈরি করাকে কেন্দ্র করে  বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। রবিবার নির্মাণকারী সংস্থার কর্মীরা কাজ করতে এলে তাঁদের সঙ্গে অভিভাবকরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত কাজ বন্ধ করে দেন নির্মাণকারী সংস্থার কর্মীরা। যদিও সাধারণের সুবিধার্থে এখানেই শৌচালয় তৈরির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কর্ণজোড়ার মিশনমোড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের গেটের সামনে কমিউনিটি টয়লেট তৈরির উদ্যোগ নিয়েছে ১৪ নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। পূর্ত দপ্তরের জায়গায় শৌচালয় নির্মাণের বরাত পায় একটি সংস্থা। সেই মতো কয়েকদিন হল কাজ শুরু হয়েছে। বিভিন্ন নির্মাণ সামগ্রীও ফেলা হয়েছে সেখানে। এদিন সকালে বেশ কিছু অভিভাবক স্কুল গেটে জমা হন। তাঁরা কাজ বন্ধের দাবি জানান। রুস্তম আলি সহ অন্য অভিভাবকদের বক্তব্য, ‘আমরা এই জায়গায় প্রতিদিন বাচ্চাদের জন্য অপেক্ষা করি। তাই এখানে শৌচালয় তৈরি করা হলে দুর্গন্ধে টেকা যাবে না। অবিলম্বে কাজ বন্ধ করতে হবে।’

যদিও স্থানীয় বাসিন্দারা অভিভাবকদের দাবি মানতে চাননি। তাঁরা স্কুল গেটের পাশেই শৌচালয় নির্মাণের দাবি জানান। রাজেন বর্মন নামে এক বাসিন্দা বলেন, ‘এই এলাকায় কোনও কমিউনিটি টয়লেট নেই, তাই এখানে এটি হলে আমাদের সুবিধা হবে।’

ঘটনাকে ঘিরে এদিন উত্তেজনা ছড়ায়। পরে এলাকায় আসেন ১৪ নম্বর কমলাবাড়ি  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাদাদ হোসেন। তিনি  বলেন, ‘পঞ্চায়েতের তরফে পূর্ত দপ্তরের জায়গায় কমিউনিটি টয়লেট তৈরির জন্য একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আলোচনা করেই জায়গা নির্বাচন করা হয়েছে। কাজ শুরুর পর এখন বাধা দেওয়া হচ্ছে। অভিভাবকরা এসে কাজ বন্ধ করে দিয়েছেন।’

স্কুলের প্রিন্সিপাল ফাদার দামিয়ান টুডু জানান, শৌচালয় নির্মাণ করা হলে খুব সমস্যা হবে। কারণ এখানে অভিভাবকরা এসে অপেক্ষা করেন, গাড়ি রাখেন। ফাদার জানান, স্কুলের গেটের কাছে যে শৌচালয় তৈরি করা হচ্ছে, তা আগে থেকে জানতেন না।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

CM Mamata Banerjee | দুর্গাপুরে হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি, ভেতরে হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্গাপুরে (Durgapur) হেলিকপ্টারে চড়তে গিয়ে বিপত্তি। কপ্টারের ভিতরেই হোঁচট খেয়ে পড়ে…

44 mins ago

Fire | জেনারেটরে শর্ট সার্কিট! বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাগডোগরার একটি বিল্ডিং

বাগডোগরাঃ শনিবার দুপুরে বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাগডোগরার একটি বহুতল বিল্ডিং। এদিন বেলা…

52 mins ago

SSC Verdict | চাকরিহারাদের বিক্ষোভে উত্তাল সল্টলেক, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চাকরিহারাদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকের এসএসসি ভবন। শনিবার বাম যুব সংগঠনের নেতৃত্বে…

1 hour ago

Dinhata | ‘দিনহাটায় কিছু ডাক্তার আবার ডাকাতি শুরু করেছে’, মন্ত্রী উদয়নের পোস্ট ঘিরে শোরগোল

দিনহাটা: দিনহাটা মহকুমা হাসপাতালে সক্রিয় দালালচক্র! জেলা হাসপাতালে রোগী রেফার হলেই দালালের মাধ্যমে নার্সিংহোমে পৌঁছে…

1 hour ago

SSC Scam | ‘চাকরি বাতিলের তালিকায় কারা যোগ্য, তা বলা সম্ভব নয়’, কবুল করলেন এসএসসির চেয়ারম্যান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো…

1 hour ago

Murshidabad Bomb Blast | তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমার আঘাতে জখম ১০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুর এলাকা। শনিবার শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে…

2 hours ago

This website uses cookies.