Top News

‘এনডিআরএফ’-র কমিউনিটি ট্রেনিং-এ বিশেষ নজর পাহাড়ে

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ প্রাকৃতিক দুর্যোগ বরাবরই দুশ্চিন্তার বিষয় উত্তরবঙ্গে। কখনো অতিবৃষ্টি, কখনও ধস, কখনও ‘ক্লাউড বার্স্ট’, কখনও বা বন্যা – বছরের একটি বড় সময় নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের কারণে ‘স্পর্শকাতর’ হয়ে থাকে রাজ্যের পাহাড় অথবা সমতলও। এহেন পরিস্থিতির হাল ধরতে, যাবতীয় দুর্যোগের সঙ্গে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে দুর্যোগের মধ্যে উদ্ধারকার্য চালাতে হবে এবার তার যাবতীয় পঠনপাঠন, ঠিকুজি-কুলুজি, এককথায় ‘কমিউনিটি ট্রেনিং’ এবার দেশবাসীকে শেখাবে এনডিআরএফ বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স৷ আর এই পরিকল্পনায় বিশেষ নজর দেওয়া হচ্ছে দেশের অন্যান্য পার্বত্য অঞ্চলগুলির পাশাপাশি শৈল নগরী দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং-এর মতো উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলকেও। সম্প্রতি নয়াদিল্লিতে এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এনডিআরএফ ডিজি অতুল করওয়াল স্বয়ং।

এনডিআরএফ ডিজি জানাচ্ছেন, সাম্প্রতিক কালে ‘কমিউনিটি ট্রেনিং’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, গুজরাট উপকূলে দিন কয়েক আগেই ধেয়ে আসা তুফান ‘বিপর্যয়’-কে চূড়ান্ত সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে এনডিআরএফ যেখানে একজনেরও প্রাণহানি হয়নি৷ এর নেপথ্যে ‘কমিউনিটি ট্রেনিং’ এর রয়েছে বিশেষ ভূমিকা। গুজরাটের এই সাফল্যের সূত্র ধরেই এবার দেশের বিভিন্ন রাজ্যে ‘কমিউনিটি ট্রেনিং’ শুরু করার পরিকল্পনা নিয়েছে এনডিআরএফ৷ এই পরিকল্পনার অধীনে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দুর্যোগ প্রবণ অঞ্চলে অবস্থিত স্কুল কলেজে, ক্লাবে, অফিসে, বাজারে, সামাজিক প্রতিষ্ঠানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করার প্রাথমিক কৌশল শেখাবেন এনডিআরএফ-র সদস্যরা, জানিয়েছেন করওয়াল৷

কেন তাদের এই ভাবনা সে প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে ডিজি বলেন, ‘প্রাকৃতিক বা অন্যান্য দুর্যোগের মোকাবিলা করার জন্য সার্বিক প্রচেষ্টা প্রয়োজন৷ দেশের বিভিন্ন জায়গায় দুর্যোগের মোকাবিলা করার সময়ে আমরা দেখেছি সব রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সক্ষমতা সমান নয়৷ এটা দেখার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের সব জায়গায় কমিউনিটি ট্রেনিং করানোর৷ কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পরিচালিত হবে এই বিশেষ প্রশিক্ষণ যেখানে নিখরচায় আমজনতাকে শেখানো হবে দুর্যোগ মোকাবিলার প্রাথমিক পাঠ৷’ উত্তরবঙ্গের পাহাড় সম্পর্কে করওয়াল বলেন, ‘দেশের অন্যতম দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এই অঞ্চল। শিলিগুড়িতেও রয়েছে আমাদের একটি স্বতন্ত্র ইউনিট। কিন্তু সবার আগে অঞ্চলের মানুষকে প্রশিক্ষিত করে তোলা প্রয়োজন, যার দ্বারা অন্যের মুখাপেক্ষী না হয়ে তারা নিজেদের সুরক্ষা নিজেই করতে পারেন। তাই এই কেন্দ্রীয় প্রশিক্ষণে বিশেষ গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিকে।’

এই প্রসঙ্গে, এনডিআরএফ-র ডিজি অতুল করওয়ালের দাবি, প্রাকৃতিক দুর্যোগের প্রাবল্য থাকা কয়েকটি রাজ্যের মতই পশ্চিমবঙ্গের জন্যও এনডিআরএফ সদা প্রস্তুত, নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা৷ দেশের ৬২টি জায়গায় সারাবছর মজুত থাকে এনডিআরএফ ইউনিট৷ এর মধ্যে রাজ্যের হরিণঘাটা, রাজারহাট, শিলিগুড়িতে সারাবছরই এনডিআরএফ টিম মজুত থাকে বলেও জানান তিনি৷ এছাড়াও একটি দল সারাবছরই প্রস্তুত থাকে সিকিমে৷ উত্তরবঙ্গ সহ রাজ্যের যে কোনও প্রান্তের দুর্যোগ মোকাবিলার জন্য এই জায়গাগুলি থেকে এনডিআরএফ দল মাত্র ২০ মিনিটের মধ্যে রওনা দিতে প্রস্তুত, জানিয়েছেন করওয়াল৷ এরই পাশাপাশি এনডিআরএফ-এর নয়া পরিকল্পনা ‘কমিউনিটি ট্রেনিং’ বা গোষ্ঠীগত প্রশিক্ষণেও রাজ্যকে, বিশেষ করে উত্তরবঙ্গকে দেওয়া হবে বিশেষ গুরুত্ব, করওয়ালের দাবি।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Narendra Modi বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে বাসভবনে দেখা করলেন মোদি, জমল আড্ডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী…

2 mins ago

Bihar | বিহারে সেতু বিপর্যয় অব্যাহত, গত ১৭ দিনে ভাঙল ১২টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিহারে (Bihar) সেতু বিপর্যয় অব্যাহত। বৃহস্পতিবার বিহারের সারান জেলায়…

6 mins ago

Chanchal | অভিযোগ জানিয়েও পাকা হয়নি রাস্তা, হাঁটু সমান জল-কাদায় সমস্যায় এলাকাবাসী

সামসী: চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের চণ্ডিপুরঘাট থেকে জানিপুর পর্যন্ত ২ কিমি রাস্তা বেহাল। বর্তমানে…

12 mins ago

Spice | মশলায় বিপজ্জনক রাসায়নিক! ১১১ সংস্থার লাইসেন্স বাতিল করল FSSAI

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নার মশলায় ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ উঠল দেশের একাধিক মশলা প্রস্তুতকারক…

16 mins ago

Arpita Mukherjee | এবার আয়কর দপ্তরের নজরে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা, টাকার উৎস জানতে জেলে গিয়ে জেরার আর্জি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)…

23 mins ago

Minor Rape | স্কুল যাওয়ার পথে নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

কালিয়াগঞ্জ: ফের নাবালিকা ধর্ষণের(Minor Rape) ঘটনা ঘটল কালিয়াগঞ্জে। দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ…

33 mins ago

This website uses cookies.